• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

সিনেমা হলে রাজ্জাক-শাবানার ‘আগুন’

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ আগস্ট ২০১৭, ১৪:৫০

জনপ্রিয় নায়ক রাজ্জাক ও শাবানা অভিনীত ব্যবসা সফল ছবি ‘আগুন’ ফের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে। নায়করাজের মৃত্যুতে মধুমিতা সিনেমা হলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক। তার মৃত্যুতে চলচ্চিত্র পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার থেকে টানা ৩ দিনের কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

এদিকে নায়করাজের সম্মানে রাজধানীর ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতা সিনেমা হলে মঙ্গলবারের সকল শো বন্ধ রাখা হয়েছে।

মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, রাজ্জাক সাহেব আমাদের চলচ্চিত্র শিল্পের একজন অভিভাবক ছিলেন। তিনি নিজের কাজের মাধ্যমে চলচ্চিত্রে রাজার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

তিনি আরো বলেন, মধুমিতা মুভিজের ৩৪টা ছবির মধ্যে ৪-৫টা ছবিতে তিনি অভিনয় করেছেন। এর মধ্যে ‘আগুন’ সবচে’ বেশি ব্যবসা সফল হয়। তাকে শ্রদ্ধা জানাতে এ ছবিটি ফের প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছবিটি কখনো টেলিভিশনে প্রদর্শিত হয়নি।

ছবিটি পরিচালনা করেন মহসীন। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘আগুন’ রিমেক করার ইচ্ছে রয়েছে জানালেন নওশাদ। মধুমিতা মুভিজের ব্যানারে অহংকার, আয়না, আগুন, দিন দুনিয়া ছবিগুলোতে অভিনয় করেছিলেন রাজ্জাক।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরি, আবেদন অনলাইনে
জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা পেছানোর নির্দেশনা ইসির
ঢাবির সিনেট সদস্য মনোনীত হলেন ৫ এমপি
বাড়িতে মিলল ৪৫ গোখরা সাপের বাচ্চা
X
Fresh