• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রতি মাসে শিল্পী সমিতির নির্বাচন হলে ভালো হতো : নূতন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ মে ২০২২, ১৯:০৭
প্রতি মাসে শিল্পী সমিতির নির্বাচন হলে ভালো হতো : নূতন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে কম জল ঘোলা হয়নি। এখনও চেয়ারে বসা নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুন আক্তারের আইনি লড়াই চলছে। আজ (২৩ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য ছিল। আদালত আপিল শুনানির দিন পিছিয়ে আগামী ৫ জুন নির্ধারণ করেছেন।

এদিকে চলমান এই আইনি লড়াইকে কেন্দ্র করে এদিন (সোমবার) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক স্ট্যাটাসে জায়েদ ও নিপুনকে খোঁচা দিয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

1111

'শিল্পী সমিতির কোনো খবর কি আছে কারও কাছে? কে সাধারণ সম্পাদক তা কি চূড়ান্ত হলো? নাকি মামলা ঝুলে আছে? নাকি তারা চলচ্চিত্র নিয়ে ব্যস্ত, একের পর এক চলচ্চিত্র করছে বা বানাচ্ছে?

আহারে প্রতি মাসে শিল্পী সমিতির নির্বাচন হলে ভালো হতো। আলোচনা, ইউটিউবে চোখ ধাঁধানো বক্তব্য, রং-বেরঙের পোশাক, কাটতি পূরণ। নির্বাচনি সুপারস্টার। ভাইয়াকে চাই, আপাকে চাই। ভাইয়া-আপা বলতো আমরা সবাইকে চাই। তবে চেয়ারে শুধু আমরা বসতে চাই। আহারে কতো মজা। খুব মিস করি।

একজন তো বলেই ফেলছিল, আপা এখন আমি সুপারস্টার, সবাই চেনে। ফিল্ম করে এত মানুষ চেনেনি।

পরবর্তী নির্বাচনে শাবানা আপারে নিয়ে একটা চমক দেখাবো কি না বুঝতেছি না। শেষ খেলা যাকে বলে।'

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
সেই গোল্ডেন মনিরের খালাস নিয়ে যা বললেন আদালত
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh