• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

প্রকাশ পেল ‘আকবর ফিফটি নট আউট’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২২, ২০:২১
প্রকাশ পেল ‘আকবর ফিফটি নট আউট’

অবশেষে প্রকাশ হলো সোহেল অটল- এর লেখা, কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবনী গ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট‘। শনিবার ১৪ মে বিশ্বসাহিত্য কেন্দ্রে এক প্রকাশনা উৎসবের মাধ্যমে বইটির মোড়ক উন্মচন করা হয়।

সেখানে কণ্ঠশিল্পী আসিফ আকবর ও লেখক সোহেল অটল ছাড়াও উপস্থিত ছিলেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, গীতিকবি গোলাম মোর্শেদ, ক্রিকেট কোচ এমদাদুল হক এমদু, ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গুল্লু, প্রকাশক নাজমুল হুদা রতন, আসিফ আকবরের বড় ভাই আনিস আকবর, কণ্ঠশিল্পী রবি চৌধুরী, আতিক বাবু, সোহেল মেহেদীসহ সঙ্গীত ও সাহিত্যাঙ্গনের অনেকেই।

সূচনা বক্তব্যে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, জীবনীগ্রন্থ লেখা কঠিন কাজ। কারণ, জীবনীগ্রন্থে সত্যি কথা বলতে হয়। সে সত্যি কখনো কখনো অন্যের কিংবা নিজের বিরুদ্ধেও চলে যায়। সত্যি গ্রহণের জন্য মানসিক প্রস্তুতিও থাকতে হয়।

লেখক সোহেল অটল বলেন, ‘আকবর ফিফটি নট আউট‘ লিখতে গিয়ে নানা ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। অবশেষে বইটি প্রকাশ পেল। বইতে অনেক ঘটনা ও তথ্য অনেকের বিরুদ্ধে চলে যেতে পারে। আশা করব, সত্যকে সহজভাবে গ্রহণ করার মতো সাবালকত্বের প্রমাণ রাখবেন সংশ্লিষ্টরা।

কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, সত্যের মুখোমুখি হতে ভয় পাইনি কখনো। আমি জানতাম জীবনী গ্রন্থ প্রকাশ হলে অনেক কঠিন সত্য প্রকাশ করতে হবে। সেসব সত্য কখনো কখনো আমার নিজের বিরুদ্ধেও চলে যাবে। তবুও আমি চেয়েছি আমার জীবনের, ক্যারিয়ারের সত্য কথাগুলোই প্রকাশ পাক।

‘আকবর ফিফটি নট আউট‘ বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। চব্বিশ ফর্মার বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইয়ের গায়ে দাম রাখা হয়েছে ৬শ ২৫ টাকা।

অনুষ্ঠানে প্রকাশক নাজমুল হুদা রতন জানান, রকমারিসহ সব অনলাইন প্লাটফর্মেই বইটি পাওয়া যাবে। এ ছাড়া বইটির ইংরেজি সংস্করণ শিগগিরই প্রকাশ হবে।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বসেই স্বামী হারানোর খবর পেলেন খালিদের স্ত্রী
গোপালগঞ্জে সমাহিত করা হবে কণ্ঠশিল্পী খালিদকে
‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ আর নেই
সকাল ৯টার মধ্যে যেসব জায়গায় ঝড় বইতে পারে
X
Fresh