• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তিশার 'ডালিম কুমার'

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০১৭, ২২:০৩

এনটিভিতে আসছে সম্পূর্ণ থ্রিডি, ভিএফএক্স ও ভিজ্যুয়াল গ্রাফিক্স নির্ভর ৭ পর্বের ধারাবাহিক নাটক 'ডালিম কুমার'।

প্রচারিত হবে ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

নাটকে ‘ডালিম কুমার’ চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর। রাজন্যা হুররে সানজানা চরিত্রে আছেন তানজিন তিশা।

আরো অভিনয় করেছন অবিদ রেহান, শুভাশীষ দত্ত তন্ময়, পলাশ লোহসহ অনেকে।

নাবালোক ভিজ্যুয়াল মিডিয়ার ব্যানারে এই নাটকটি নির্মাণ করেছে হোয়াইট ব্যালেন্স প্রোডাকশন।

নাটকটির মূল ভাবনা ও কাহিনি লিখেছেন এসএম সালাহ উদ্দীন।

নাটকটি পরিচালনা করেছেন আতিকুর রহমান বেলাল ও পর্ব পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু।

নাটকটি সম্পর্কে জানতে চাইলে পরিচালক বেলাল আরটিভি অনলাইনকে জানান, নাটকটি মূলত রুপকথার গল্প হিসেবে তৈরি হলেও এর মূল উদ্দেশ্য হলো এই বাংলাদেশের শিশুরা এখনো টিভিতে বসে সুপারম্যান বা স্পাইডারম্যান কে সুপারহিরো ভাবে। তাই আমরাও আমাদের দেশীয় সুপার হিরো তৈরী করতে চেয়েছি এই নাটকের মাধ্যমে।

অভিনেতা তানজিন তিশা জানান, প্রথমবারের মত এ ধরনের নাটকে কাজ করছি। এককথায় দারুণ লেগেছে। এটি নিয়ে সবাই খুব এক্সাইটেড ছিল। আশা করছি দর্শকদের ভাল লাগবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh