• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মায়ের জন্য কাঁদলেন ববি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২২, ২০:১৬
মায়ের জন্য কাঁদলেন ববি
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।২০১০ সালে খোঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রের একজন হিসেবে মেলে ধরতে সক্ষম হন তিনি। দেশের পাশাপাশি টালিউডের ছবিতেও কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশপাশি রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থাও। তবে শুটিংয়ের লাইট-ক্যামেরা ও অ্যাকশনে নিজেকে সব সময় মেলে ধরলেও, তিনি যে গত দু’বছর ধরে কিছুটা মন খারাপ করে বেঁচে আছেন সেটা হয়তে অনেকেরই জানা নেই। জানা হতো না যদি বিমানবন্দরে তার মাকে দেখে না কাঁদতেন। সম্প্রতি এমনটাই ঘটে গেল এই নায়িকার জীবনে।

করোনার জন্য দু’বছর ধরে অস্ট্রেলিয়াতে ছিলেন তার মা। আর মায়ের জন্য প্রত্যেক সন্তানেরই আবেগ থাকে। সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে। ঘুরতে গিয়েছিলেন ববির দুই বোনের কাছে। তারা দুজনই অস্ট্রেলিয়াতে বসবাস করেন। তবে লকডাউন ও ভিসা নিয়ে নানান জটিলতায় আটকা পড়েছিলেন ববির মা। যার ফলে ববি মায়ের জন্য অপেক্ষায় ছিলেন। কবে দেশে ফিরবে আর মাকে তিনি দেখতে পারবেন। অবশেষে সব জটিলতা পার করে দেশে ফিরলেন ববির মা।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, ‘আসলে বাবার মৃত্যুর পর অনেক দিন ধরেই মা দেশে ও দেশের বাইরে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। তখন নিজেকে খুব একা মনে হতো। মা ছাড়া কীভাবে থাকে মানুষ সেটাই আমার কাছে অবাক লাগে। এবার অনেক লম্বা সময় ধরে মা আমার দুই বোনের কাছে রয়েছে। যদিও এত দিন ধরে থাকার কথা না। কিন্তু লকডাউনে সবই তো বন্ধ হয়ে গিয়েছিল; যার জন্য এমনটা ঘটল। আমি অনেকটা এতিমের মতো ছিলাম এত দিন। মাকে নিয়ে চিন্তা হতো সব সময়। খুব বেশি খারাপ লেগেছিল ঘরবন্দি সময়টাতে। লকডাউনের প্রথম দিকে আটকে পড়লেও পরে আমার দুই বোনের সন্তান হয়। এর জন্য মায়ের দেশে আসা আরও পিছিয়ে যায়। এদিকে আমিও করোনার জন্য যেতে পারছিলাম না।’

ববি তার মাকে নিয়ে আরও বলেন, ‘বিদেশে থাকাকালীন প্রায় প্রতিদিনই মায়ের সঙ্গে লম্বা সময় ধরে ভিডিও কলে কথা বলেছি। প্রতিটা সময়ই মাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করত। কিন্তু পারছিলাম না। ভার্চ্যুয়ালি তো আর মাকে ছুঁয়ে দেখা সম্ভব না। আসলে বলে বোঝাতে পারব না ঠিক কী রকম একটা অস্থিরতার মধ্যে কেটেছে মাকে ছাড়া।’

বিমানবন্দরের ঘটনা নিয়ে ববি বলেন, ‘দীর্ঘদিন পরে মা আসবে শুনে বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি। কি যে খুশি হয়েছি মাকে এখন কাছে পেয়ে। মনে হলো আমার প্রাণ ফিরে পেলাম। বিমানবন্দরে মাকে প্রথম দেখে আমি কোনো কথাই বলতে পারিনি। ঠিক এই সময় মা আমাকে দেখে কেঁদে ফেলেন। আমিও দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে জড়িয়ে কাঁদতে থাকি।’

প্রসঙ্গত, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘আলপিন’ শিরোনামের নতুন ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা ববি। গত সোমবার (১৭ জানুয়ারি) আরটিভির নিজস্ব কার্যালয়ে ওয়েব ফিল্মটির চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান। ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন আল হাজেন। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন, মিজানুর রহমান বেলাল। এতে ববি ছাড়াও আরও অভিনয় করবেন আনিসুর রহমান মিলন, সাঞ্জু জন। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও অনেকেই অভিনয় করবেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) থেকে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

কেইউ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
‘নাসিরকে হত্যা করতে চেয়েছিলেন পরীমণি’
চিত্রনায়িকা পূজা চেরির মা আর নেই
অবশেষে সভাপতি খুঁজে পেলেন নিপুণ!
X
Fresh