• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জোভানের গল্পের নায়িকা ফারিণ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২১, ১৬:৩৭
জোভানের গল্পের নায়িকা ফারিণ
জোভান ও ফারিণ

অভিনয়শিল্পীদের অনেকেই এখন নাটকের গল্প ও চিত্রনাট্য লিখা শুরু করেছেন। এবার সেই তালিকায় যোগ হলো অভিনেতা ফারহান আহমেদ জোভানের নাম। এর আগে তার গল্পভাবনায় নাটক নির্মিত হলেও, এবার তিনি প্রথমবারের মত চিত্রনাট্য লিখেছেন। নাটকের নাম ‘আমার বার্থ ডে’। নাটকটি পরিচালনা করেছেন সহিদ উন নবী।

গেল তিনদিন ধরে রাজধানীর পুরান ঢাকায় নাটকটির শুটিং চলছে। নাটকটির গল্পের নায়ক অভিনেতা জোভান নিজেই, আর নায়িকা তাসনিয়া ফারিণ। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, মনুরা মিঠু, রেশমি, তানজিম হাসান অনিক, মানতাহা ওয়ার্দা প্রমুখ।

নির্মাতা সহিদ উন নবী বলেন, ‘খুবই ইন্টারেস্টিং একটা গল্প, যেটার গল্প ও চিত্রনাট্য করেছে জোভান নিজে। রোমান্টিক কমেডি ঘরানার একটা কাজ। দর্শকরা যেমন গল্প পছন্দ করে এটা ঠিক তেমনই। ভালো বাজেটে এবং বড় আয়োজনে এর শুটিং হচ্ছে। আজকে নিয়ে তিনদিন শুটিং করছি আমরা। কাজটিতে অনেক রকম ভেরিয়েশন আছে, লোকেশনেও পরিবর্তন আছে, এছাড়া গুণী শিল্পীদের সমাহারও রয়েছে এখানে। আমার বিশ্বাস কাজটি দর্শকরা পছন্দ করবেন।’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘গল্পটা খুবই সুন্দর, জোভান যখন আমার সঙ্গে শেয়ার করলো তখন আমি তাকে সাধুবাদ জানাই। একজন শিল্পী যখন তার অভিনয়ের বাইরে নতুন একটা বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করে; সেটা অবশ্যই ভালো দিক। অভিনয়ের ব্যস্ততার বাইরে গিয়েও গল্প নিয়ে ভাবা, লেখা কিন্তু অনেক কষ্টসাধ্য। তারপরও সে সেটা করছে। কেউ যদি তার অন্য একটা গুণ এক্সপ্লোর করতে চায় তাহলে সেটা তো খুবই ভালো। প্রথম গল্প, চিত্রনাট্য হিসেবে জোভান সেটা খুব ভালো লিখেছে। খুবই ইন্টারেস্টিং। আমি তার গল্পের একটা অংশ হতে পেরেছি এবং চেষ্টা করছি কাজটিকে আরও বেশি সুন্দর করার।’

নাটকটির গল্পকার, চিত্রনাট্যকার ও অভিনেতা জোভান বলেন, ‘এ গল্পটা মাথায় আসে আমার জন্মদিনে, যখন আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম তখন। তখন এই গল্পটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, আমার প্ল্যান শুনে ওরা বেশ খুশি হয়েছে। এরপর আমি সংলাপ, দৃশ্যগুলো বলি, আমার বন্ধুরা সেভাবে লিখতে শুরু করে। এরপর সেই স্ক্রিপ্টটা পরিচালক সহিদ উন নবীর সঙ্গে শেয়ার করার পর উনার বেশ পছন্দ হয়, এরপর শুটিংয়ে নেমে পড়ি।’

তিনি আরও বলেন, ‘গল্পটা আমার ২৫তম জন্মদিনকে ঘিরে। গল্পে দেখা যাবে যে, ছেলেটা পুরান ঢাকার। তার জন্মদিনকে ঘিরে সে এলাকজুড়ে বিশাল এক আয়োজন করে। দিনটিকে ঘিরে ৭ দিনব্যাপী আয়োজন করে। মাইকিং করে এলাকাবাসীদের দাওয়াত করে। এরপর শেষদিকে গিয়ে দর্শকরা একটা টুইস্ট পাবে, দর্শকরা মজা পাবে আশা করি।’

পথিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘আমার বার্থ ডে’ নাটকটি ২২ অক্টোবর একুশে টেলিভিশনে এবং ২৫ অক্টোবর গ্লোবাল টিভিতে প্রচারে আসবে।

এনএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রূপান্তর’ বিতর্ক নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জোভান
হঠাৎ গায়েব জোভান-মাহির ফ্যানপেজ
‘রূপান্তর’ নাটক নিয়ে মুখ খুললেন জোভান
সমালোচনার ঝড়, ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো ‘রূপান্তর’
X
Fresh