• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১০ গুণীজন পেলেন আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড

আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২১, ১৫:২৭
১০ গুণিজন পেলেন আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড

গত শনিবার (২ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে অনুষ্ঠিত হলো ‘আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড ২০২০।’ অনুষ্ঠানে মোট ১০টি ক্যাটাগরিতে দেওয়া হয় শ্রেষ্ঠ পুরস্কার। বাংলা সংগীতে স্মরণীয় অবদান রাখার জন্য গাজী মাজহারুল আনোয়ারকে দেওয়া হয় আজীবন সম্মাননা।

আরটিভির জমকালো আয়োজনে এই গুণীজনকে উত্তরীয় পরিয়ে দেন আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি, সম্মাননা তুলে দেন মাননীয় কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি, মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি।

এছাড়াও আরটিভির বিভিন্ন সংগীতানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বিচারকদের রায়ে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেওয়া হয় নির্বাচিতদের হাতে। ক্যাটাগরিগুলো যথাক্রমে-

শ্রেষ্ঠ সংগীতশিল্পী (নারী): মৌটুসী

শ্রেষ্ঠ সংগীতশিল্পী (পুরুষ): সাব্বির জামান

শ্রেষ্ঠ লোক-সংগীতশিল্পী (নারী): সালমা

শ্রেষ্ঠ লোক-সংগীতশিল্পী (পুরুষ): শফি মন্ডল

শ্রেষ্ঠ গীতিকার: শহীদুল্লাহ ফরায়েজী

বেস্ট মিউজিশিয়ান: সুনীল চন্দ্র দাস

শ্রেষ্ঠ সংগীত পরিচালক: শওকত আলী ইমন

বেস্ট প্রমিজিং সিঙ্গার: প্রতীক হাসান

বেস্ট ব্যান্ড: ধ্রুবতারা

বেস্ট ইউটিউব ভিডিও: গান- ‘সখি গো আমার মন ভালো না’; কণ্ঠশিল্পী: লায়লা, সংগীত পরিচালক: জে কে মজলিস এবং নির্মাতা: নূর হোসেন হীরা।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, 'আপনারা জানেন, আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড এর আগে স্টার অ্যাওয়ার্ডের সাথেই দেওয়া হতো। সেই অ্যাওয়ার্ড দেওয়া হতো শুধু পাঁচটি ক্যাটাগরিতে। কিন্তু একটা সংগীত সৃষ্টির পেছনে আরও অনেকের অবদান থাকে। যেমন- গীতিকার, সুরকার, মিউজিশিয়ান, ভিডিও নির্মাতা ইত্যাদি। আমরা যদি নেপথ্যের এই ব্যক্তিদের অবদানকে মূল্যায়ণ না করি, তবে তাদের প্রতি অবিচার করা হবে। সেই বিবেচনায় আরটিভি এবছর থেকে ব্যাপক পরিসরে প্রথমবারের মতো শুরু করলো আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড।'

আরটিভির মাননীয় চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি বলেন, 'সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি জাতির পরিচয় ফুটে ওঠে। এ দেশের শিল্পী সমাজ তাদের মেধা ও মনন দিয়ে সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে দর্শকদের সামনে তুলে ধরেন। তাদের সৃষ্টিশীলতায় সমৃদ্ধ হয় এদেশের সাংস্কৃতিক অঙ্গন। আমরা মনে করি, তারা আরটিভির সহযাত্রী। আপনারা জানেন, আরটিভি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে এদেশের সুস্থ সংস্কৃতি বিকাশে এবং প্রতিভা অন্বেষণে নিরলস কাজ করে চলেছে। আমরা মনে করি, যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিবেদিত, তাদেরকে দর্শক শ্রোতাদের সামনে বিশেষভাবে তুলে ধরা গণমাধ্যমের একটি দায়িত্ব। আমরা ‘মিউজিক অ্যাওয়ার্ড’-এর মাধ্যমে সেই দায়িত্বটুকুই পালন করছি।'

আজীবন সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে গাজী মাজহারুল আনোয়ার বলেন, 'আমি জীবনে অনেক সম্মাননা পেয়েছি কিন্তু আরটিভির এ সম্মাননা আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ। কারণ, একটি বিশাল মিউজিক অ্যাওয়ার্ড আয়োজনের মধ্যে আমাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। আমাদের সংস্কৃতি আমাদের মূল শক্তি। আমি যেন আমাদের সংস্কৃতির চর্চার মাঝে আমার কলমকে সজাগ রাখতে পারি আমার জন্য সে দোয়া করবেন।'

মাননীয় কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি বলেন, স্বাধীনতাযুদ্ধে সাংস্কৃতিমনা মানুষরাই সম্মুখ সারিতে থেকে প্রেরণা জুগিয়েছে। স্বাধীনতার যুদ্ধে সাংস্কৃতিমনা কোন মানুষ বিরোধী শক্তিকে সহযোগিতা করেছে এমন দৃষ্টান্ত খুব একটা খুঁজে পাওয়া যায় না। সুতরাং, আমাদের জাতীয় অগ্রগতির জন্য সংস্কৃতির চর্চাকেও এগিয়ে নিয়ে যাওয়ার বিকল্প নেই। আরটিভি যে কাজটি করছে, তাই আরটিভিকে আমি সাধুবাদ জানাই।'
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, 'আমরা কবিতা, গান, সাহিত্যে অনেক অগ্রসর। একটি জাতীর সুস্থ সংস্কৃতি বিকাশের মাধ্যমে সে জাতীকে আরও সমৃদ্ধ করা যায়। আরটিভি সবসময় গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চার দিকে অগ্রসর করে দিচ্ছে সেজন্য আমি আরটিভিকে অভিনন্দন জানাই।'

অনুষ্ঠানে বক্তব্য ও ক্রেস্ট প্রদান করেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবীর বাবলু, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নওকি, কণ্ঠশিল্পী মো. খুরশিদ আলম, কণ্ঠশিল্পী ইয়াসমিন মুশতারী, সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, কণ্ঠশিল্পী লিনু বিল্লাহ, সংগীত পরিচালক নকীব খান, আরটিভির পরিচালক বেগম বিলকিস নাহার, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটু, গীতিকার মুন্সি ওয়াদুদ, সংগীত পরিচালক মানাম আহমেদ, ড. মো. নিজামুল হক ভূঁইয়া, বিগ্রেডিয়ার জে. মো. নজরুল ইসলাম, সংগীতশিল্পী হায়দার হোসেনসহ সংগীতাঙ্গনের অসংখ্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে পরিবেশনায় ছিল- মাইলস ব্যান্ড, শওকত আলী ইমনের পরিচালনায় ‘সিম্ফনি ক্লাসিক্যাল অর্কেস্ট্রা’, ইমন চৌধুরী ও তার দলের ইনস্ট্রুমেন্টাল মিউজিক, হাসান এস ইকবাল ও দৃষ্টি আনাম এর ম্যাশআপ, সুজন আহমেদের গ্রন্থনা ও নির্মাণে গাজী মাজহারুল আনোয়ার এর ওপর নির্মিত মিনি-ডকুমেন্টারি, কবিরুল ইসলামের কোরিওগ্রাফিতে ‘ক্লাসিক্যাল ফিউশন’, ইয়াংস্টার-এর থিমসং এবং ‘বাংলার গায়েন’ টপটেন শিল্পীদের দলীয় সংগীত ও গানের সিডির মোড়ক উন্মোচন।

অনুষ্ঠানটি স্পন্সর করেছে লিনেক্স মোবাইল, মিউজিক পার্টনার- আরটিভি মিউজিক, অনলাইন পার্টনার- আরটিভি অনলাইন, ম্যাগাজিন পার্টনার- মান্থলি লুকএটমি, রেডিও পার্টনার- পাঙ্খা রেডিও, মেকাপ পার্টনার- পারসোনা, প্রেজেন্টার কস্টিউম- আনজারা।

আরটিভি অনুষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে শাহরিয়ার ইসলামের প্রযোজনায় আলিফ ও সংগীতশিল্পী পুতুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি আরটিভি চ্যানেল এবং আরটিভি ফেসবুক পেজ এবং আরটিভি ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

এনএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh