• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রজনীকান্তকে পেছনে ফেললেন বাহুবলীর প্রভাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মে ২০১৭, ১৩:০৯

এক সময়ের দক্ষিণী সিনেমার জনপ্রিয় ও স্ট্যাইলিস্ট নায়ক মানেই রজনীকান্ত। এবার তাকে পেছনে ফেললেন বাহুবলীর নায়ক প্রভাস। পেলেন এক অনন্য সম্মান।

দক্ষিণের প্রথম কোনো অভিনেতা হিসেবে বাহুবলী খ্যাত এই অভিনেতার মোমের মূর্তি স্থান পেলো ব্যাংককের মাদাম তুসোর মিউজিয়ামে।

বাহুবলী-টু’র সাফল্যের পর থামার কোনো লক্ষণই নেই। বরং আরো বেশি গতিতে এগোচ্ছে সিনেমার ব্যবসায়িক সফলতা। ছবির নায়ক প্রভাস বাহুবলীরূপে এখন দেশটিতে জনপ্রিয়তার শীর্ষে। সবার কাছে অন্যতম আকর্ষণীয় চরিত্র তিনি।

বাহুবলী-টু’র সাফল্যের পর প্রভাসের নাম এখন ভারতের মানুষের মুখে মুখে। এই ছবির জন্য অর্থাভাবকেও সহ্য করেছেন প্রভাস। একটা সাফল্যের জন্য হাজারটা কষ্ট করতেও রাজী ছিলেন এ অভিনেতা। আর তার ফলস্বরূপ বাহুবলী-টু পেয়েছে বিপুল সাফল্য।

ছবির সাফল্যেই থেমে নেই প্রভাসের এগিয়ে যাওয়া। এবার তিনি এমন এক সম্মান পেলেন যা দক্ষিণের কোনো অভিনেতা পাননি। এমনকি সবচেয়ে জনপ্রিয় অভিনেতা রজনীকান্তও।

অমরেন্দ্র বাহুবলী- অনন্য সম্মানস্বরূপ এবার প্রভাসের মোমের মূর্তি তৈরি হলো থাইল্যান্ডে। দেশটির রাজধানী ব্যাংককের মাদাম তুসোর মিউজিয়ামে রয়েছে সেটি। এর আগে কোনো দক্ষিণী অভিনেতার মুকুটে এমন পালক ওঠেনি।

রজনীকান্ত, কমল হাসান কেউ নন, প্রভাসই প্রথম দক্ষিণী অভিনেতা যার মোমের মূর্তি মাদাম তুসোর মিউজিয়ামে তৈরি হলো।

এইচটি/সি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh