Mir cement
logo
  • ঢাকা বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪ আশ্বিন ১৪২৮

জায়েদ খানের নায়িকা খোঁজা হচ্ছে

জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকও। করোনাকালীন সময়ে সাংগঠনিক কাজ নিয়েই বেশি ব্যস্ততা দেখা গেছে এই নায়কের। অন্তর জ্বালা খ্যাত নায়ক শিল্পীদের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছেন কঠিন সময়ে।

এছাড়া নিজের সাপোর্ট নামে সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জায়েদ খান।

এসব কাজের মধ্যে সম্প্রতি জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এখনো ছবির নায়িকা চূড়ান্ত হয়নি। জায়েদ খানের জন্য নায়িকা খুঁজছেন পরিচালক।

জাহিদ হাসান বলেন, নায়ক ও গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য শিল্পী চূড়ান্ত করা হয়েছে। কয়েকজন নায়িকার সঙ্গে কথাও হচ্ছে। শিগগিরই তাদের চুড়ান্ত করা হবে। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে ছবির শুটিং শুরু করবো। ছবির বেশ কিছু দৃশ্যধার হবে পটুয়াখালীর সোনার চরে।

জানা গেছে, জায়েদ খান ছাড়াও ছবিটিতে অভিনয় করবেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।

এম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS