• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পরীমণিকাণ্ডে শিল্পী সমিতির নিন্দা

আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২১, ১২:১২
পরীমণি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি চিত্রনায়িকা পরীমণি ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার নিন্দা জ্ঞাপন করেছে। ঘটনার প্রকাশ্যে আসার আগে থেকেই সমিতির পক্ষ থেকে নায়িকাকে আশ্বাস দেয়া হয়েছিল পাশে থাকার।

সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ আরও অনেকেই এই ঘটনার জানার পর থেকেই তাদের দায়িত্ব পালন করেছেন বলে শিল্পী সমিতির পক্ষ থেকে জানানো হয়।

এবার শিল্পী সমিতির পক্ষ থেকে পরীর পাশে থাকার আশ্বাস মিললো সাধারণ সম্পাদক জায়েদ খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে। সোমবার দিনগত রাত ২টার দিকে আরটিভি নিউজের কাছে এই বিজ্ঞপ্তিন কপি পৌঁছায়।

সেখানে বলা হয়, সম্প্রতি বিরুলিয়া সাভার এলাকায় বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণি'র সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে। এ বিষয়ে ইতোমধ্যেই মামলা রুজু হয়েছে এবং কয়েকজন আসামিও গ্রেপ্তার হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পরীমণির সার্বিক সহযোগিতা করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমন মুগ্ধ হয়ে এর আগে দেখিনি : পরীমণি
পরীমণির এক শৈশবের মুগ্ধতা শাবনূর
বোট ক্লাবে পরীমণির কাণ্ড: যেমন ছিল সেই রাত
পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি
X
Fresh