Mir cement
logo
  • ঢাকা রোববার, ২০ জুন ২০২১, ৬ আষাঢ় ১৪২৮

ভিক্ষা করে দুইদিনে এক হাজার টাকা কামিয়েছেন মিশু সাব্বির!

ভিক্ষা করে দুইদিনে এক হাজার টাকা কামিয়েছেন মিশু সাব্বির!
ফাইল ছবি

একজন অভিনেতার সার্থকতা তার নিখুঁত অভিনয়ে। যে অভিনয় মানুষের চোখে বাস্তবের প্রতিরূপ, মানুষের কাছে বিশ্বাসযোগ্য। এমনই একজন সফল অভিনেতা মিশু সাব্বির।

গেলো ঈদে প্রচারিত মাবরুর রশিদ বান্নাহ'র ‘দ্য বেগার’ নাটকটি ইউটিউবে বেশ সাড়া ফেলেছে। এতে ভিক্ষুক চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন মিশু সাব্বির। রাস্তায় শুটিং করতে গিয়ে মানুষ তাকে ভিক্ষুক ভেবে সত্যি সত্যি ভিক্ষা দিয়েছে!

বান্নাহ বলেন, 'মিশু ভাই শুটিংয়ের দুই দিনে প্রায় এক হাজার টাকা ইনকাম করেছেন। মানুষ বুঝতেই পারেনি তিনি মিশু সাব্বির।'

নির্মাতা বলেন, 'শুটিংয়ের আগে মিশু ভাইয়ের সাথে চারবার মিটিং করেছি। কীভাবে অভিনয় করতে হবে সব আলোচনা করে নিয়েছিলাম। মিশু ভাই হোমওয়ার্কটা খুব ভালো করে করেছিলেন। যে কাজগুলোতে হোমওয়ার্ক থাকে এবং শুটিংয়ের আগে প্লানটা গোছানো হয় সেই কাজের রেজাল্ট ভালো আসতে বাধ্য। আমার এই নাটকের শুটিংয়ের আগে মিশু সাব্বির আগে পরে কোনো শুটিং রাখেনি। তার শ্রমটা অন্যান্য কাজের চেয়ে বেশি ছিল।

এনএস

RTV Drama
RTVPLUS