• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অভিনেত্রী মুনমুনকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল টুইটার!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ মে ২০২১, ১৪:০৩
অভিনেত্রী মুনমুনকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল টুইটার!
মুনমুন দত্ত

ভারতীয় অভিনেত্রী মুনমুন দত্তকে গ্রেপ্তারের দাবিতে অনড় নেটিজেনরা। ইনস্টাগ্রাম ভিডিওতে মেক-আপ টিউটোরিয়াল দিতে গিয়ে দলিত সম্প্রদায়বিরোধী মন্তব্য করেন মুনমুন। এরপর থেকেই টুইটার ইন্ডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে #ArrestMunmunDutta।

মুনমুন দত্ত বলেন, 'আমি এবার ইউটিউবে আসতে চলেছি তাই আমি নিজেকে ভালো দেখাতে চাই। আমি এক্কেবারেই নিজেকে ভঙ্গি-র মতো দেখতে লাগুক তা চাই না।' অভিনেত্রীর এই শব্দ ঘিরেই যাবতীয় বিতর্ক। দলিত সম্প্রদায়ের মানুষদের জন্য এই শব্দটি শুধু অবমাননাকর তা নয়, সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।

মুনমুনের বিতর্কিত ভিডিওটি কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্ষমা চান মুনমুন। তিনি লেখেন- 'গতকাল আমার পোস্ট করা একটি ভিডিওতে একটি শব্দকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমি কোনোদিনই কাউকে অপমান করা বা নিচু করে দেখানো কিংবা কারোর ভাবাবেগে আঘাত দেওয়ার ইচ্ছা নিয়ে ওই কথা বলিনি।'

এই অভিনেত্রী আরও লেখেন, ‘শব্দটির অর্থ সম্পর্কে আমাকে সচেতন করা হলে আমি সঙ্গে সঙ্গে সেই অংশটি সরিয়ে দিয়েছি। আমি প্রতিটি বর্ণ, গোষ্ঠী বা লিঙ্গ থেকে প্রত্যেক ব্যক্তির জন্য অত্যন্ত শ্রদ্ধা এবং আমাদের সমাজ বা জাতির জন্য তার অপরিসীম অবদানকে স্বীকার করি। এই শব্দটির ব্যবহারে অজ্ঞাতসারে আহত হওয়া প্রত্যেক ব্যক্তির কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইতে চাই এবং তার জন্য আমি দুঃখিত।’

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাঁস হওয়া ফোনালাপ, তামিমের লাইভের পর নেটিজেনদের ক্ষোভ
কিয়ারার হাতঘড়ির দাম শুনে অবাক নেটিজেনরা
জাতীয় পতাকা অবমাননা, নেটিজেনদের কড়া জবাব শিল্পার
সিঙ্গাপুরে শীর্ষ কর্মকর্তার সঙ্গে বাংলাদেশি প্রবাসীর আবেগঘন মুহূর্ত ভাইরাল (ভিডিও)
X
Fresh