Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ৩ আষাঢ় ১৪২৮

বিনোদন প্রতিবেদক

  ০৯ মে ২০২১, ২২:৫৪

'নুনের ছিটা'য় অন্য এক আসিফ

'নুনের ছিটা'য় অন্য এক আসিফ
আসিফ আকবর

বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের নতুন গান ‘নুনের ছিটা’ প্রেমিক হৃদয়ের প্রতিবাদে ভরা। প্রেয়সী ব্যথা দিয়ে চলে যাওয়ার পর কোন প্রেমিক ভেঙে পড়ে আবার কোন প্রেমিক প্রতিবাদী হয়। প্রতিবাদ মানে এই নয় যে, প্রেয়সীর জীবন নষ্ট করা। প্রতিবাদ মানে নিজে ঘুরে দাঁড়ানো। ‘নুনের ছিটা’ গানে সেই পুরোনো ক্রেজী আসিফ আকবরকে খুঁজে পাবে আসিফিয়ানরা।

কথা, সুর, সঙ্গীত আর ভিডিও মিলে এই গানটি এবারের ঈদের আলোচিত একটি গান হবে বলে আমি মনে করি। নতুন গান ‘নুনের ছিটা’ নিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন আসিফ আকবর। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

তারা জানায়, ঈদ আয়োজনে ১১ মে, মঙ্গলবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশীয় এবং আন্তর্জাতিক সকল অ্যাপ এ।

প্রসঙ্গত, ওমর ফারুকের কাব্যমালায় সুরারোপ করেছেন প্রিন্স রুবেল আর সঙ্গীতায়োজন করেছেন তরিক। ইয়ামিন ইলানের পরিচালনায় এতে মডেল হিসেবে হাজির হবেন তারেক জামান ও সাবরিনা কানিজ সুখী। ভিডিওতে নতুন লুকে চমক দেখাবেন আসিফ আকবর।

এনএস

RTV Drama
RTVPLUS