logo
  • ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮

শ্রাবন্তীর পাশে দাঁড়ানো হলো না মহাগুরুর

ছবি সংগৃহীত।

মহাগুরু খ্যাত মিঠুন চক্রবর্তীর রোড শো বাতিল হয়ে গেলো। বেহালা পশ্চিম কেন্দ্রর বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তীর প্রচারে যোগ দেয়ার কথা ছিল তার।

কিন্তু শেষ মুহূর্তে পুলিশ রোড শো-র অনুমতি না দেয়ায় সেখানে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী- সমর্থকরা।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হন শ্রাবন্তীও৷ পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়ান তিনি।

এক পর্যায়ে বেহালা পর্ণশ্রী থানার গেট ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। এ নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিজেপি কর্মীদের। এ সময় থানার সামনে পথ অবরোধও করেন বিজেপি কর্মী- সমর্থকরা।

এক পর্যায়ে থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন শ্রাবন্তী। তার অভিযোগ, থানায় ওসি-ও ছিলেন না। অ্যাডিশনাল ওসি তার সঙ্গে কথা বলেন।

শ্রাবন্তীর দাবি, পুলিশ তাকে জানিয়েছে যে অন্য একটি দলের রোড শো থাকায় ওই সময়ে মিঠুনের রোড শো-র অনুমতি দেয়া সম্ভব হয়নি৷ যদিও কোনো দলের রোড শো রয়েছে বা তার সমর্থনে কোনো নথি পুলিশ দেখাতে পারেনি বলে অভিযোগ শ্রাবন্তীর৷

এম

RTV Drama
RTVPLUS