logo
  • ঢাকা সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ৬ বৈশাখ ১৪২৮

সবাইকে জানানোর মতো কোনো খবরই মনে হয়নি

যে কারণে গোপনে বিয়ে করেছেন লাক্স তারকা মিম

যে কারণে গোপনে বিয়ে করেছেন লাক্স তারকা মিম
ফাইল ছবি

লাক্স তারকা মিম মানতাসা বিয়ে করেছেন। গেলো ১২ মার্চ দিবাগত রাতে বেশ গোপনেই রাজধানীর সিক্স সিজনে তার আকদ সম্পন্ন হয়েছে। মিমের পাত্র পেশায় একজন শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বিয়ের পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিলো না এই অভিনেত্রীর। নাট্য নির্মাতা, সহকর্মী থেকে সংবাদকর্মীদের অনেকেই খুঁজেছেন তাকে। তবে আবারও কাজে ফিরেছেন তিনি।

বিয়ের পর লাপাত্তা হওয়া প্রসঙ্গে মিম বলেন, 'একদমই হারিয়ে যাইনি। আমি কিছুদিন ফোন এড়িয়ে চলেছি। কারণ আমি চাইনি বিয়ের বিষয়টি এখনই ভাইরাল হোক। আমাদের বিয়ের অনুষ্ঠান এখনো হয়নি, তাই সবাইকে জানাতে পারিনি।'

আরও পড়ুনঃ স্বামীর সঙ্গে বুর্জ খলিফায় সোনার কাপে কফি খাচ্ছেন সানা

গোপনে বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, 'অনেকেই মনে করেছেন আমি গোপনে বিয়ে করেছি। এটা একদমই ভুল। হুট করেই বিয়ে হয়ে গেল। বিয়েটা ছিল সম্পূর্ণ পারিবারিক সিদ্ধান্তে। দ্রুত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবার সঙ্গে কথা বলার মতো মানসিক অবস্থায় ছিলাম না। বিয়ের খবর জানানোর সুযোগও ছিল না। এরই মধ্যে আবার আমার পরীক্ষা ছিল। সব মিলিয়ে কয়েকটা দিন বিনোদন অঙ্গনের অনেকের কাছ থেকে দূরে ছিলাম। এখন আমাদের আকদ হয়েছে। যখন প্রোগ্রাম করব, তখন সবাইকে বলব। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালোভাবে সংসার করতে পারি।’

আরও পড়ুনঃ সোমবার থেকে সারাদেশে লকডাউন

মিম আরও বলেন, ‘আমার আকদ হচ্ছে, এটা সবাইকে জানানোর মতো কোনো খবরই মনে হয়নি। ভেবেছিলাম মূল অনুষ্ঠানের সময় ঘটা করে সবাইকে বিয়ের খবর দেব। তাছাড়া বিয়ের আগে থেকেই আমার পরীক্ষা চলছিল, এটা শুটিং ইউনিটের সবাইকে জানিয়েছিলাম। আমি চাইলেও শুটিং করতে পারতাম না। বিয়ে ও পরীক্ষার কারণে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন সবার সঙ্গে কথা হয়েছে। সবার ভুলও ভেঙেছে।’

আরও পড়ুনঃ সারাদেশে লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

তিনি বলেন, 'মিডিয়ায় কাজের ব্যাপারে আমার শ্বশুরবাড়ির কারো আপত্তি নেই। আমার স্বামীরও কোনো আপত্তি নেই।'

প্রসঙ্গত, মিম মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। ২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার মুকুট অর্জন করেন তিনি। অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও বিশেষ দিবসে বৈচিত্রময় গল্পে পর্দায় হাজির হন মিম। আসছে ঈদের বেশ কিছু নাটকে দেখা যাবে তাকে।

এনএস

RTV Drama
RTVPLUS