বিনোদন ডেস্ক
করোনায় আক্রান্ত বাপ্পি লাহিড়ী হাসপাতালে ভর্তি

বাপ্পি লাহিড়ী। ভারতের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক তিনি। বর্তমানে করোনায় আক্রান্ত বাপ্পি লাহিড়ী।
শারীরিক অবস্থা কিছুটা নাজুক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
জানা গেছে, বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন এই শিল্পী।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গুণী শিল্পী ও সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীর করোনা রিপোর্ট পজিটিভ। আপতত ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এদিকে সাম্প্রতিক সময়ে যারা বাপ্পির সংস্পর্শে এসেছেন, তাদের সকলকে করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছে বাপ্পি লাহিড়ীর পরিবার।
এম