Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১০ বৈশাখ ১৪২৮

আবারও ফিল্মফেয়ারে সেরা জয়া আহসান

আবারও ফিল্মফেয়ারে সেরা জয়া আহসান
সংগৃহীত

পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ঢাকার জয়া আহসান। কাজের স্বীকৃতিস্বরূপ ঘরে তুলেছেন বলিউডের অত্যন্ত সম্মানিত ফিল্মফেয়ার পুরস্কার। এবার টালিউডের ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন তিনি।

গেলো সোমবার (২৯ মার্চ) মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছিলো। এতে ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমা দুটির জন্য মনোনয়ন পেয়ে এগিয়ে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। বুধবার (৩১ মার্চ) সিনেমা দুটির জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি। পুরস্কার প্রাপ্তির পর থেকেই দুই বাংলার সকলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৮ সালে ভারতের ‘অস্কার’ খ্যাত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান জয়া আহসান। ‘বিসর্জন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন তিনি। সমালোচক এবং জনপ্রিয়; দুই ক্যাটাগরিতেই ‘সেরা অভিনেত্রী’র মনোনয়ন পেলেও পুরস্কার জেতেন জনপ্রিয় বিভাগে।

এনএস

RTV Drama
RTVPLUS