বিনোদন ডেস্ক
ইয়াফেট কট্টো আর নেই

হলিউড অভিনেতা ইয়াফেট কট্টো না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
ইয়াফেট কট্টো ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’, ‘লিভ অ্যান্ড লেট ডাই’, ‘এলিয়েন’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।
এই অভিনেতার স্ত্রী এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, গেলো সোমবার কট্টো মারা গেছেন।
তিনি লিখেছেন, ২৪ বছরের সঙ্গীকে হারিয়ে শোকস্তব্ধ। তিনবার বিয়ে করেছিলেন কট্টো। তিনি ছয় সন্তানের বাবা।
১৯৯৭ সালে তিনি ‘দ্য রয়্যালিটি’ শিরোনামে আত্মজীবনী লিখেছিলেন। যেখানে তিনি জানিয়েছেন রাণী এলিজাবেথের দূরসম্পর্কের আত্মীয় তিনি।
এম