• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিজেপিতে যাওয়ার কারণ জানালেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ মার্চ ২০২১, ২১:২১
বিজেপিতে যাওয়ার কারণ জানালেন শ্রাবন্তী
ফাইল ছবি

টালিউডের প্রথমসারির তারকারা রাজনীতির রঙ গায়ে লাগিয়ে সেজে উঠছেন। আর সেই ধারাহিকতায় বিজেপিতে যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। ক’দিন আগেই তিনি দিলীপ ঘোষের উপস্থিতিতে হাতে তুলে নিয়েছেন বিজেপির পতাকা। এরপরই বিতর্কের মুখে পড়েছেন এ অভিনেত্রী।

বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পথ চলে দেশের জন্য কিছু করতে চান তিনি।

আজ রোববার (৭ মার্চ) বিজেপির সমাবেশ নিয়ে প্রথম থেকেই উচ্ছ্বসিত ছিলেন শ্রাবন্তী। এদিন সকালেই টুইট করে তৃণমূল কংগ্রেসকে একহাত দিয়েছেন তিনি।

টুইটারে শ্রাবন্তী লিখেছেন, ‘পিসি (মমতা ব্যানার্জি) ও ভাইপোর (অভিষেক ব্যানার্জি) রাজনীতির জন্য বেশিরভাগ নেতা, মন্ত্রী ও সমর্থকরা তৃণমূল থেকে বেরিয়ে আসছে। এরা দু’জন নিজেদের টিকিয়ে রাখতে সব সময়ই শক্তি প্রয়োগ করে থাকে।’

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অনেকেই। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, হিরণ, মিঠুন চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি। এছাড়া নতুন করে বিজেপিতে যোগ দিয়েছেন পায়েল সরকার, যশ দাসগুপ্তসহ আরও অনেকে।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
শেখ হাসিনাকে  ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
‘আমাকে কেনার মতো ধনী এখনও তারা হননি’
X
Fresh