Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ৩০ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২১, ১৫:৫৪
আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৬:০৪

কানাডায় টিকা নেই, ছেলেকে দেশে আসতে বললেন ববিতা

কানাডায় টিকা নেই, ছেলেকে দেশে আসতে বললেন ববিতা
ফাইল ছবি

মহামারি করোনা মোকাবিলায় বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচি। পিছিয়ে নেই বাংলাদেশ। কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টিকা। গেলো বুধবার (৩ মার্চ) রাজধানী মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে সকাল ৯টায় উপস্থিত হয়ে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ববিতা। কানাডায় বসবাস করা ছেলেকেও দেশে ফিরে টিকা নেয়ার পরামর্শ দিলেন ঢাকাই সিনেমার এই কিংবদন্তি।

আরও পড়ুন : ট্রেইলারে ভক্তদের হতাশ করলেন দীঘি (ভিডিও)

করোনার টিকা নেয়ার পর কোনো সমস্যা হয়নি ববিতার। দেশে বসে মায়ের টিকা নেয়ার খবরে খানিকটা অবাক হয়েছেন তার ছেলে অনীক ইসলাম। কানাডায় অবস্থানরত অনীক মাকে বলেন, ‘তুমি ঢাকাতে বসেই এর মধ্যে টিকা পেয়ে গেলে, আমাদের এখানে (কানাডা) তো টিকার খবর নেই।’

আরও পড়ুন : গোসলের ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ভাবিকে দিনের পর দিন ধর্ষণ

প্রতিউত্তরে ববিতা ছেলেকে বলেন, ‘তুমি ঢাকা এসে টিকা নিয়ে নাও, এরপর আবার কানাডায় যেও।’

কানাডার মতো উন্নত দেশের আগেই যে বাংলাদেশ করোনা টিকা পাওয়ার ব্যবস্থা করেছে সে জন্য সরকারের প্রতি কৃতজ্ঞ ববিতা।

আরও পড়ুন : যে কারণে ট্রোলের শিকার শ্রাবন্তী

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘টিকা নেয়া আমাদের নাগরিক দায়িত্ব। মহামারির মধ্যে নিজে সুরক্ষিত থাকতে পারবো, অন্যকেও সুরক্ষিত রাখতে পারবো। দেশের নাগরিকদের জন্য বিনা মূল্যে টিকা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

এনএস

RTV Drama
RTVPLUS