logo
  • ঢাকা রোববার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

করোনার টিকা নিলেন দুই কিংবদন্তি

করোনার টিকা নিলেন দুই কিংবদন্তি
ছবি- সংগৃহীত

মহামারি করোনা মোকাবিলায় বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচি। পিছিয়ে নেই বাংলাদেশ। কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টিকা। এবার টিকা নিলেন ঢাকাই সিনেমার দুই কিংবদন্তি অভিনেত্রী ববিতা ও আনোয়ারা।

আজ বুধবার (৩ মার্চ) রাজধানী মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে সকাল ৯টায় উপস্থিত হয়ে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ববিতা। টিকা নেয়া শেষে তিনি বলেন, ‘কভিড-১৯ টিকার ১ম ডোজ নিয়েছি। এখন পর্যন্তু সুস্থ ও স্বাভাবিক আছি। দোয়া চাই সবার কাছে।’

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘টিকা নেয়া আমাদের নাগরিক দায়িত্ব। মহামারির মধ্যে নিজে সুরক্ষিত থাকতে পারবো, অন্যকেও সুরক্ষিত রাখতে পারবো। দেশের নাগরিকদের জন্য বিনা মূল্যে টিকা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

অন্যদিকে গতকাল মঙ্গলবার (২ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে উপস্থিত হয়ে টিকার প্রথম ডোজ নেন দেশ বরেণ্য অভিনেত্রী আনোয়ারা। তার মেয়ে রোমানা রোব্বানি মুক্তি ফেসবুকে মায়ের টিকা নেয়ার মুহূর্তের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আম্মা কভিড-১৯ টিকার ১ম ডোজ নিলেন। তিনি সুস্থ আছেন আর আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন।’

প্রসঙ্গত, এর আগে করোনার টিকা নিয়েছেন সুবর্ণা মুস্তাফা, জেমস, আনোয়ারা, আসিফ আকবর, তাহসানসহ শোবিজের নানা অঙ্গনের তারকারা।

RTV Drama
RTVPLUS