• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘নিজের ভবিষ্যৎ গুছিয়ে মুখ্যমন্ত্রীর পাশ থেকে সরে গেলেন’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫০
‘নিজের ভবিষ্যৎ গুছিয়ে মুখ্যমন্ত্রীর পাশ থেকে সরে গেলেন’
ফাইল ছবি

একের পর এক তারকা দল পরিবর্তন করছেন। কেউ বা আবার নতুনভাবে রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। এটা পশ্চিমবঙ্গের রাজনীতির বর্তমান হাল। টালিউড তারকাদের এই রাজনীতির দৌড়ঝাঁপে খারাপ লেগেছে অভিনেতা কাঞ্চন মল্লিকের। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিলেন এই অভিনেতা।

তিনি বলেন, ‘দেখলাম, কিভাবে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিয়ে প্রকৃত কাজের সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশ থেকে একে একে সরে গেলেন সকলে। ভীষণ খারাপ লেগেছে এই আচরণ।'

নিজের চিরচেনা ভঙ্গীতে কাঞ্চন বলেন, ‘চাওয়া-পাওয়ার হিসাব থাকলে ১০ বছর অপেক্ষা করতাম না, আরও আগেই যোগ দিতাম। শুনতে ন্যাকামি মনে হলেও, এটাই সত্যি। আমার চেহারা তো দেখেছেন সকলে। বেশি খেতে পারি না, হজম হয় না, গায়েও লাগে না। সবকিছু দেখেশুনে মনে হয়েছে, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে হবে। তাই সবুজ শিবিরে যোগ দিলাম।’

এদিকে গেলো বুধবার কাঞ্চনসহ টালিউডের একঝাঁক তারকা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। জুন মালিয়া থেকে রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, মানালি দে, সুদেষ্ণা রায়সহ অনেকেই এই তালিকায় ছিলেন। অন্যদিকে তাদের বিপরীতে লাল শিবিরে যোগ দিয়েছেন আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সায়নীকে কটাক্ষ করে ফেসবুক পোস্টে শ্রীলেখা লিখেছেন, ‘অপ্রত্যাশিত সায়নী, তুইও শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেলি, খেলতে নেমে গেলি?’ সূত্র: আনন্দবাজার

এনএস/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রী শ্রীময়ীকে নিয়ে দুশ্চিন্তায় অভিনেতা কাঞ্চন মল্লিক
পশ্চিমবঙ্গের বসিরহাটে সম্প্রীতির অনন্য নজির
প্রথম পর্বে পশ্চিমবঙ্গে সন্ত্রাস, কারচুপি আর ‘কারসাজি'র ভোট
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
X
Fresh