বিনোদন ডেস্ক
সতর্ক করলেন টাবু

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু। নব্বইয়ের দশকের এই সাড়া জাগানো নায়িকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।
টাবুর অজান্তেই একটি প্রোমোশনাল পোস্ট তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যায়। এ রকম সন্দেহজনক কার্যকলাপ হওয়ার পর অভিনেত্রী বুঝতে পারেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হ্যাকড করা হয়েছে। এর পর তিনি একটি স্টোরির মাধ্যমে ফলোয়ারদের সতর্ক করেন।
হায়দার খ্যাত অভিনেত্রী টাবু লেখেন, ‘হ্যাক অ্যালার্ট। আমার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক করবেন না’।
কিছুদিন আগে ফারহা খান, বিক্রান্ত মাসের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল। ঊর্মিলা মাতন্ডকরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের কথাও তিনি জানিয়েছিলেন টুইটারের মাধ্যমে ।
এম