• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

কঙ্গনার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২১, ২০:২১
Allegations of copyright infringement against Kangana,
কঙ্গনার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ 

কঙ্গনা রানাউতের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠল। নতুন ছবি ‘মণিকর্ণিকা রিটার্নস দ্য লেজেন্ড অব দিদ্দা’র ঘোষণা করার এক দিনের মধ্যেই।
অভিযোগ করেছেন লোহারের (পুঞ্চ) রাজকন্যা ও কাশ্মীরের রানিকে নিয়ে ‘দিদ্দা- দ্য ওয়ারিয়র কুইন অব কাশ্মীর’ বইটির লেখক আশিস কওল।

তিনি বলেন, কঙ্গনার মতো অভিনেত্রীর আচরণে আমি অবাক। দিদ্দা যেহেতু কাশ্মীরের রানি ছিলেন, কঙ্গনা এই অভিযোগ অস্বীকার করতেই পারেন। কিন্তু আমার কাছে বইটির কপিরাইট আছে।

লেখক আশিস কওল এর দাবি, ছয় বছর ধরে গবেষণা করে রানির সম্পর্কে তথ্য সংগ্রহ করে বইটি তিনি লিখেছেন। এত বড় করে দিদ্দাকে নিয়ে আর কোনও ইতিহাসবিদ লেখেননি।

আশিস গত সেপ্টেম্বরে কঙ্গনাকে মেইল করে এই বইয়ের হিন্দি অনুবাদ ‘দিদ্দা- কাশ্মীর কি যোদ্ধা রানি’র জন্য ভূমিকা লিখে দেওয়ার অনুরোধ করেন। তার উত্তর এখনও পাননি আশিস। এদিকে দিদ্দাকে নিয়ে ছবির ঘোষণা করে দিয়েছেন অভিনেত্রী। ফলে ক্ষুব্ধ লেখক। তবে আশিসের এই অভিযোগের কোনও উত্তর এখনও পর্যন্ত দেননি কঙ্গনা।
জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯৯৯-এ জানানো যাবে উপজেলা নির্বাচনের অভিযোগ
শাকিব খানের পরিবারের অভিযোগ নিয়ে মুখ খুললেন বুবলী
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন : ব্লিঙ্কেন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
X
Fresh