logo
  • ঢাকা মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০, ১৬ অগ্রহায়ণ ১৪২৭

বরিশালের ভাষায় গাইলেন জায়েদ খান   

Zayed Khan,
জায়েদ খান।   
ঢালিউডের সুদর্শন নায়ক জায়েদ খান নতুন পরিচয়ে আসছেন। এবার দর্শকরা একজন গায়ক হিসেবে পাবেন তাকে। 

অন্তর জ্বালা খ্যাত নায়ক এরই মধ্যে নিজের গাওয়া প্রথম গানের  রেকর্ড করেছেন। গানটির শিরোনাম ‘মুই বরিশাইল্লা’। এতে প্রতীক হাসানের সঙ্গে কন্ঠ মিলিয়েছেন জায়েদ খান। 

জানা গেছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাওয়া ‘ফরচুন বরিশাল’ দলের থিম সং হিসেবে গানটি ব্যবহৃত হবে। 

এ ব্যাপারে জায়েদ খান আরটিভি নিউজকে বলেন, আমাকে মানুষ চলচ্চিত্র অভিনেতা হিসেবেই চেনেন। তবে হ্যাঁ  বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গান চর্চা করতাম আমি। কিন্তু অভিনয়ে এসে আর গান করা হয়নি।

তিনি আরও বলেন, ‘মুই বরিশাইল্লা’ গানটি সুর করার পর সঙ্গীত পরিচালক শাহরিয়ার রাফাত বরিশালের অংশটুকু আমাকে গাইতে অনুরোধ করেন। আর আমিও আপত্তি করিনি। ভালো কিছু করার চেষ্টা ছিল। আশা করছি এই গানটি শ্রোতাদের ভালো লাগবে।

এম 
 

RTVPLUS