smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭

সুটকেসে ভেসে গেলেন জ্যান্ত অভিনেত্রী, ধারাবাহিকের দৃশ্য নিয়ে হৈচৈ (ভিডিও)

  বিনোদন ডেস্ক

|  ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৬ | আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৫
ভারতীয় টেলিভিশন সিরিয়াল নিয়ে বিভিন্ন সময়েই নানা আলোচনা- সমালোচনা হয়। মাঝে মাঝে গল্পের গরু আকাশে ওড়ার মতো ঘটনা দেখা যায়। আবারও একটি সিরিয়ালের অবাস্তব একটি বিষয় নিয়ে হৈচৈ শুরু হয়েছে।  

বছরের পর বছর এই ধারাবাহিকগুলোতে দর্শক ধরে রাখার জন্য টুইস্ট আনতে গিয়ে মাঝে মধ্যে এমন সব গল্পের অবতারণা করা হয় যে অনেক সময় তা হাসির খোরাক হয়ে যায়। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি দৃশ্য ভাইরাল হয়েছে, যা নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু করেছেন ।

কালার্স টিভিতে হিন্দি ভাষায় একটি ধারাবাহিক চলছে ‘ইসক মে মারযাওয়া ২’। ভাইরাল হওয়া ক্লিপিংসটি এই ধারাবাহিকেরই। সেখানে দেখা যাচ্ছে, করিডর দিয়ে হেঁটে আসছেন ধারাবাহিকের ‘রিধিমা’ (অভিনেত্রী হেলি শাহ)। এক সময় তিনি মেঝেতে পড়ে থাকা একটি বড় সুটকেসে হোঁচট খেয়ে সামনের দেয়ালে মাথাটা ঠুকে যায়। জ্ঞান হারিয়ে সেই খোলা সুটকেসের ভেতরেই পড়ে যান রিধিমা।

পরের দৃশ্যে দেখা যাচ্ছে, একব্যক্তি সাদা গ্লাভস পরে সেই সুটকেসটি টেনে নিয়ে যাচ্ছে আর রিধিমা তার ভেতরেই। সুটকেসটি টানতে টানতে নিয়ে গিয়ে বাড়ির ভেতরের একটি স্যুইমিং পুলে ফেলে দেয়া হয়। ধীরে ধীরে পানিতে ঢুবে যাচ্ছিল রিধিমাসহ সুটকেসটি।

এরই মধ্যে ‘বংশ’ (রাহুল সুধীর) রিধিমাকে খুঁজতে খুঁজতে পুলের কাছে চলে আসেন। দেখতে পান পানিতে ডুবে যাচ্ছে একটি বড় সুটকেস।

আর এই দৃশ্যই সবার হাসির খোরাক তৈরি করেছে।

সূত্র- আনন্দবাজার পত্রিকা 

এম 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৯৪৮২৭ ৩১০৫৩২ ৫৭৪৭
বিশ্ব ৪,১৫,৭০,৮৩১ ৩,০৯,৫৮,৫৪৬ ১১,৩৭,৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়