• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এক থেকে দুই মিনিটেই ইভিএমে ভোট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৪
সিটি করপোরেশন নির্বাচন, ইভিএম, ভোট
ভোট কেদ্রে ইভিএম।

চলছে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। প্রথমবারের মতো দুই সিটিতে শুধুমাত্র ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে। ইভিএমে ভোট নিয়ে প্রথমে বিভিন্ন পক্ষের নানা রকম মত থাকলেও ভোটাররা বেশ খুশি মনে ভোট দিচ্ছেন। রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা যায় সহজে অল্প সময়ে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভোটাররা।

ধানমন্ডির টিচার্স ট্রেনিং কলেজে ভোট দিতে আসা মোজাফফর মোড়ল (৬৪) আরটিভি অনলাইনকে বলেন, ইভিএম মেশিনে ভোট দেয়া সহজ। ঝামেলা কম। অল্প সময়ে ভোট দিতে পেরেছি।

শ্যামলী দুই নম্বর রোড প্রাইমরোজ কিন্ডারগার্টেন স্কুলের কেন্দ্রে কথা হয় ফাহমি হাসান নামের একজন নারী ভোটারের সঙ্গে। তিনি বলেন, ইভিএমে ভোট দেয়া অনেক সহজ। এক মিনিটেই ভোট দেয়া শেষ।

মতিঝিল মানিকনগর মডেল হাইস্কুলের কেন্দ্রে ভোট দেন জুবারের হাসান শাকিল। আরটিভি অনলাইনকে তিনি বলেন, প্রথম ইভিএমে ভোট দিলাম। বেশ ভালোই লাগছে। আমার কাছে সবকিছু সুস্থ মনে হচ্ছে। প্রথমে অনেকের মতো আমিও ভেবেছিলাম ইভিএমে ভোট দেয়া জটিল। ভোট দিতে গিয়ে দেখলাম বেশ সহজ। ভোট দিয়ে আনন্দ পেয়েছি।

জিএ

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দ্রে ভোট দিতেন না উত্তম কুমার, মহানায়কের জন্য ছিল যে ব্যবস্থা
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
X
Fresh