• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা দক্ষিণে বিনা ভোটে ৪ কাউন্সিলর নির্বাচিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জানুয়ারি ২০২০, ২৩:২৪
ঢাকা দক্ষিণ ৪ কাউন্সিলর নির্বাচিত

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর নির্বাচনে চার কাউন্সিলরপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটিতে মোট চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তাদের মধ্যে দুজন সাধারণ আসন থেকে আর দুজন সংরক্ষিত আসনের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে একজন একক প্রার্থী ছিলেন। বাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের মধ্যে বাছাইয়ে বাদ পড়েছেন একজন এবং দুই প্রার্থীর বিপরীতে থাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।’

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীরা হলেন- ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেন (বর্তমান কাউন্সিলর), সংরক্ষিত আসন ৬ নম্বরে (১৬, ১৭, ১৮ সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে) নারগিস মাহতাব (বর্তমান কাউন্সিলর) এবং সংরক্ষিত ৮ নম্বর আসনের (২২, ২৩, ২৬) নীলুফার রহমান।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকার এই দুই সিটিতে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। ওইদিন ভোটগ্রহণ শেষে সবার সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নামও গেজেট আকারে প্রকাশ করা হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে বিনা ভোটে নির্বাচিত হলেন যারা
হিলিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ইউসুফ আলী
মাইজপাড়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন সফুরা খাতুন
কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন রিতু 
X
Fresh