• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চসিক নির্বাচনের লেমিনেটেড পোষ্টার নিষিদ্ধ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২২
চসিক নির্বাচনের লেমিনেটেড পোষ্টার নিষিদ্ধ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (চসিক) প্রার্থীদের আচরণ বিধি সংক্রান্ত কোনও বিষয়ে ব্যত্যয় হচ্ছে কি না সেগুলো দেখতে আজ থেকে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আরটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, চসিক নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারের জন্য লেমিনেটেড পোস্টার ব্যবহার করতে দেওয়া হবে না। তারপরও যদি কোনও প্রার্থী আদেশ লঙ্ঘন করে প্রচারে লেমিনেটেড পোস্টার ব্যবহার করেন, তাহলে আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এ পর্যন্ত মেয়র পদে ৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৫ জন ও কাউন্সিলর পদে ৩১১ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএসের প্রিলির জন্য ১০৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
অভিযানের খবরে ভবনের সব রেস্টুরেন্ট বন্ধ, কেয়ারি ক্রিসেন্ট সিলগালা
লোহাগড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই : সিইসি
X
Fresh