• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশের বাজারে বাড়ছেই

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২১, ২৩:৫১
ভোজ্য তেল

সম্প্রতি ডিজেল ও কেরোসিনের দাম বিশ্ববাজারে ঊর্ধ্বগতির অজুহাতে দেশের বাজারে লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। এখন বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশের বাজারে উল্টো বাড়ছে।

বিশ্ব বাজারে প্রতি মণ পাম অয়েলের দাম ৩০৯ টাকা টাকা কমলেও দেশের বাজারে উল্টো ৪৫০ টাকা বেড়েছে।

বর্তমানে খাতুনগঞ্জে প্রতি মণ সয়াবিন বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৬০ টাকা। যা এক সপ্তাহ আগে ৫ হাজার টাকা দামে বিক্রি হয়েছে।

খাতুনগঞ্জের ভোজ্য তেল ব্যবসায়ী মেসার্স ইসমাইল ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক বলেন, বিশ্ববাজারে গত এক সপ্তাহে ভোজ্য তেলের দাম ৩০০-৪০০ টাকা কমেছে। দেশের বাজারে উল্টো দাম বেড়েছে। মূলত আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজিতে লোকাল ট্রেডের কারণে পণ্যটির বাজার আবারও অস্থির হয়েছে।

ট্রেডিংইকোনোমিকস ডটকমের তথ্যমতে, গত ৩ নভেম্বর বিশ্ববাজারে প্রতি টন পাম অয়েল ১ লাখ ৫ হাজার ৯৬৬ দশমিক ০৪ টাকায় বিক্রি হয়েছে। টনপ্রতি ১০ হাজার টাকা খরচ যোগ করে প্রতি মণ পাম অয়েলের ক্রয়মূল্য দাঁড়ায় ৪ হাজার ৯৭৯ টাকা।

এক সপ্তাহ পর, মঙ্গলবার টনে ৭ হাজার ১০৭ দশমিক ৯৪ টাকা কমে বিশ্ববাজারে প্রতিটন পাম অয়েল বিক্রি হয়েছে ৯৭ হাজার ৮৫৮ দশমিক ১১ টাকায়। সেই হিসেবে গত এক সপ্তাহে মণপ্রতি পাম অয়েলের দাম কমেছে ৩০৯ টাকা। কিন্তু দেশের বাজারে পণ্যটির দাম না কমে উল্টো ৪৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • বিশ্ব বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম
গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
৪০০ সিসির পালসার বাজারে আসার আগেই ফাঁস হলো দাম
X
Fresh