logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪২ জন, আক্রান্ত ২৯৯৫ জন, সুস্থ হয়েছেন ১১১৭ জন: স্বাস্থ্য অধিদপ্তর

করোনা মোকাবিলায় প্রয়োজনে চীনের মতো হাসপাতাল: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন বিপোর্ট
|  ১৮ মার্চ ২০২০, ২১:৩৫ | আপডেট : ১৮ মার্চ ২০২০, ২৩:১৫
করোনাভাইরাস
ফাইল ছবি
করোনাভাইরাসের চিকিংসার জন্য যত টাকা প্রয়োজন হবে তা দিতে প্রস্তুত রয়েছে সরকার। প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় চীনের মতো যদি বিশেষ হাসপাতাল তৈরির উদ্যোগ নেয়, তাহলে সেখানে অর্থায়ন করা হবে। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বুধবার (১৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব বিপদে আছে। ইতোমধ্যে আমাদের দেশে এসে গেছে। সংখ্যায় কম হলেও এসেছে, এটা আমাদের স্বীকার করতে হবে। যাতে করে এর সংখ্যা কম রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, কী করলে দেশ ও জাতিকে মুক্ত রাখা যাবে, সে লক্ষ্যে কাজ করছে সরকার। আর এই কাজটি করার দায়িত্ব আমাদের সকলের। এটা শুধু স্বাস্থ্য বা অর্থ মন্ত্রণালয়ের কাজ না। আমি মনে করি এটা সকলের কাজ।

অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি কোনও যন্ত্রাংশ কিনতে লাগে, আনুষঙ্গিক সাপোর্ট বাড়াতে হয় আমাদের জানালে আমরা যথাসম্ভব সহায়তা করবো। সকলভাবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাহায্য করবো অর্থায়ন করে।

এমকে

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অর্থনীতি এর সর্বশেষ
  • অর্থনীতি এর পাঠক প্রিয়