• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

৪০ হাজার টাকায় লিনেক্সের এসি!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০১৮, ১৮:২৭

গ্রীষ্মের উত্তাপে একটু প্রশান্তি দিতে লিনেক্স বাজারে নিয়ে এলো ৪টি নতুন মডেলের এয়ার কন্ডিশনার (এসি)। সর্বোচ্চ মান নিশ্চিত করার জন্য লিনেক্স ইলেক্ট্রনিক্স তাদের এসিতে ব্যবহার করেছে জাপানিজ টেকনোলজির কমপ্রেসর।

আকর্ষণীয় ডিজাইন ও দামে সাশ্রয়ী লিনেক্সের প্রতিটি এসি বিদ্যুৎ সাশ্রয়ী ও শব্দবিহীন।

আমেরিকান ব্র্যান্ড লিনেক্স বলছে, গ্রীষ্মকালের প্রচণ্ড গরমকে বিবেচনায় রেখে প্রতিটি এসিতে রাখা হয়েছে ফাস্টার অ্যান্ড স্ট্রং কুলিং ফাংশন; যা ঘরকে খুব দ্রুত ঠাণ্ডা করবে। এছাড়া থাকছে এইচভিআর কম্প্রেসর (১৬৫-২৬৫ ভোল্ট) ফলে বিদ্যুৎ ওঠা-নামায়ও থাকে সচল।

--------------------------------------------------------
আরও পড়ুন : বন্দরের সব ব্যাংক এখন ২৪ ঘণ্টা খোলা
--------------------------------------------------------

নতুন প্রযুক্তির এই এসিতে বাড়তি আকর্ষণ হিসেবে ব্যবহার করা হয়েছে R410A গ্যাস; যা অত্যন্ত পরিবেশবান্ধব। ১.৫ টন ইনভার্টার এসিতে থাকছে হট অ্যান্ড কুল ফাংশন। আর তাই গ্রাহক খুব সহজেই নিজের প্রয়োজনমত ঠাণ্ডা এবং গরম ফাংশনের সুবিধা নিতে পারবেন।

সাধ্যের মধ্যে সাশ্রয়ী দামের লিনেক্স এসির মূল্য রাখা হয়েছে যথাক্রমে- ১ টন স্প্লিট এসি ৩৯ হাজার ৯৯০ টাকা, দেড় টন স্প্লিট এসি ৪৯ হাজার ৯৯০ টাকা, দেড় টন ইনভার্টার স্প্লিট এসি ৫৯ হাজার ৯৯০ টাকা, ২ টন স্প্লিট এসি ৬৭ হাজার ৯৯০ টাকা।

আরও পড়ুন :

এসআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
ইস্টবেঙ্গলের জার্সিতে ইতিহাস গড়লেন সানজিদা
বগুড়ায় ১২২তম বেঙ্গল এক্সক্লুসিভ শপের উদ্বোধন
ইস্ট বেঙ্গলের হয়ে ১০ নম্বর জার্সিতে অভিষেক সানজিদার
X
Fresh