• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

জাপানে নেশা ধরাবে কোকাকোলা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ মার্চ ২০১৮, ১৮:৫৫

কোকোকোলার ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। অ্যালকোপপ ধরনের এই পানীয় বাজারজাত করা হবে জাপানে।

দেশটির স্থানীয় মদ শোচু মিশিয়ে তৈরি করা পানীয় চু-হি’র জনপ্রিয়তাকে পুঁজি করতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে মনে করা হচ্ছে। চু-হি’তে সাধারণত ৩ থেকে ৮ শতাংশ অ্যালকোহল থাকে।

শোচু হাইবলের সংক্ষিপ্ত নাম চু-হি। বিয়ারের বিকল্প হিসেবে দেশটিতে বাজারজাত করা হয় এটা। নারীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এটা।

জাপানে জনপ্রিয় পানীয়গুলোর ফ্লেভারের মধ্যে আছে আঙুর বা লেবু। কিন্তু কোকাকোলার এই পানীয়তে আঙুর ছাড়াও থাকবে আপেল ও জামজাতীয় ফলের ফ্লেভার।

জাপানের একজন সিনিয়র কোক নির্বাহী বলেছেন, এটা একটি পরীক্ষা, যা আমাদের বাজারের একটি নির্দিষ্ট অংশে প্রয়োগ করা হবে।

কোকাকোলা জাপানের প্রেসিডেন্ট জর্জ গার্দুনো বলেছেন, এর আগে আমরা কম মাত্রার অ্যালকোহল নিয়ে পরীক্ষা চালায়নি। এর মাধ্যমে আমরা দেখতে চাচ্ছি যে মূল ব্যবসার বাইরেও আমাদের বিস্তার লাভের কতটা সুযোগ আছে।

জাপানের বাইরে এই পণ্য বিক্রি হওয়ার সম্ভাবনা খুবই কম বলেও উল্লেখ করেন তিনি।

অবশ্য, কিরিন, সুন্তরি ও অ্যাস্যাহিসহ জাপানের বড় বড় কোম্পানিগুলোর পানীয়তেও বৈচিত্র্য আছে। তারাও তাদের পানীয়ের ফ্লেভার নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

বুধবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন:

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাপান সফরে যাচ্ছে নড়াইলের ৬ ছাত্রী
সিক্স-জি নিয়ে হাজির জাপান, গতি ফাইভ-জি’র চেয়ে ২০ গুণ
বাইডেনের ‘জেনোফোবিক’ মন্তব্যে জাপান-ভারতের প্রতিবাদ 
বাজারে ‘অ্যালকোহল’ মুক্ত পানীয় আনছেন মেসি
X
Fresh