• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

জমে উঠছে বাণিজ্য মেলা

আরটিভি নিউজ

  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২১
বাণিজ্য মেলা
ছবি : সংগৃহীত

দিন দিন জমে উঠছে বাণিজ্যমেলা। প্রথমদিকে দর্শনার্থীদের তেমন ভিড় না থাকলেও ছুটির দিনে ভিড় বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের। রাজধানীসহ দেশের বিভন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ।

মেলায় আসছেন শিশু বৃদ্ধসহ সব বয়সি মানুষ। কেউ আসছেন মেলা থেকে প্রয়োজনীয় জিনিসটি কিনতে। কেউ আসছেন ঘুরতে। তবে মেলায় দর্শনার্থীদের ভিড় বাড়লেও কেনাবেচা তেমন জমে উঠেনি। মাঝামাঝি সময় কেনাবেচা জমবে বলে আশা করছেন বিক্রেতারা।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলা প্রাঙ্গণে মানুষের ভিড়। বেশির ভাগ মানুষই ঘুরে দেখছেন বিভিন্ন স্টল। কেনাকাটা তেমন করছেন না। তারা বলছেন, মেলার শেষের দিকে কেনা কাটা করবো। এখন আসছি। জিনিসপত্র দেখছি। দামের আইডিয়া নিচ্ছি।

রাজধানীর মোহাম্মদপুর থেকে পরিবার নিয়ে মেলায় এসেছেন ভোলার শিপন আহমেদ। মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আজ তার সাপ্তাহিক ছুটি। তাই পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসছেন।

শিপন আহমেদ আরটিভি নিউজকে বলেন, রাজধানীর জীবনতো যান্ত্রীক জীবন। চাইলেই কোথাও পরিবার নিয়ে যাওয়ার সুযোগ হয়না। বাণিজ্য মেলা আমাদের সেই সুযোগ করে দিচ্ছে। পরিবার নিয়ে ঘোরাও হলো আবার প্রয়োজনীয় জিনিসও কিনতে পারলাম। এক ঢিলে দুই পাখি মারা।

আজ কি কিনলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আজ তেমন কিছু কেনা হয়নি। আজ দামের আইডিয়া নিলাম। আগামী সপ্তাহে ইনশাল্লাহ কিনবো।

মেলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন মাদারীপুরের সৌরভ। তিনি আরটিভি নিউজকে বলেন, সব বন্ধুরা ঢাকায় এসেছি। বাণিজ্য মেলায় সবাই ঘুরতে এসেছি। কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, কেনাকাটা তেমন জমে উঠেনি। মেলায় মানুষের ভিড় বাড়লেও বিক্রি বাড়েনি। মানুষ আসে দাম জানতে চায়। ঘুরে ফিরে চলে যায়। তবে আগামী সপ্তাহে বিক্রি বাড়বে আমা করা যাচ্ছে।

ব্যবসায়ী রওশন জামিল জানান, ছুটির দিনে মানুষের চাপ বেশি। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীই বেশি। অনেকে দোকানে এসে পণ্য দেখলেও ক্রয় করছেন অল্প সংখ্যক মানুষ। আশা করছি, শেষের দিকে জমজমাট হবে। মানুষ এখন শুধু ঘুরে ঘুরে দেখে। আইডয়া নেয়।

প্রসঙ্গ, দেশীয় পণ্যের পাশাপাশি এবারের বাণিজ্যমেলায় ভারত, সিঙ্গাপুর, তুরস্ক, ইরান, পাকিস্তান, হংকং, ইন্দোনেশিয়া, সহ বিভিন্ন দেশ অংশ নিয়েছে।

এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য প্রদর্শিত হচ্ছে।

এছাড়াও রয়েছে স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু 
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
বংশমর্যাদায় এক গরুর দাম কোটি টাকা!
হিলিতে চালের দাম বেশি, বিপাকে সাধারণ ক্রেতা
X
Fresh