• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

ডিমের দাম নিয়ে কারসা‌জি

ডায়মন্ড এগ ও সিপিকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা

আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৪, ১৮:৩৭
ডিম
ফাইল ছবি

পারস্পরিক যোগসাজশে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোয় ডায়মন্ড এগ ও সিপি বাংলাদেশকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)।

বুধবার (২৪ জানুয়ারি) এ সংক্রান্ত মামলার রায় প্রকাশ করা হয়। গত সোমবার এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন।

এ বিষয়ে প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান বলেন, যোগসাজশের মাধ্যমে বাজারে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অপরা‌ধ প্রমাণ হওয়ায় প্রতিযোগিতা আইন, ২০১২ এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে ডায়মন্ড এগকে আড়াই কোটি এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।

তবে প্রতিষ্ঠান দুটি চাইলে আদেশের বিরুদ্ধে রিভিউ বা আপিল আবেদন করতে পারবে বলেও জানান তিনি।

এর আগে, ২০২২ সালে দেশের ১০টি পোল্ট্রি ফার্ম ও পোল্ট্রি সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে ডিমের দাম বৃদ্ধিতে বাজারে কারসাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে ডায়মন্ড এগ লিমিটেড ও সিপি বাংলাদেশ লিমিটেডের মামলার চূড়ান্ত আদেশ এলো।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদেশ লঙ্ঘনের দায়ে জরিমানা, কারাগারেও যেতে পারেন ট্রাম্প
হিটস্ট্রোকে মারা যাচ্ছে খামারের মুরগি, কমছে ডিম উৎপাদন
অষ্টগ্রামে ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে ৩ বাসকে জরিমানা
X
Fresh