• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

দ্রুত দেনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেন ইভ্যালির রাসেল

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৪, ২৩:১৫
ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল (সংগৃহীত ছবি)

দ্রুত গ্রাহকের সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

ইভ্যালির সিইও বলেন, বর্তমানে ইভ্যালিতে যে মুনাফা অর্জিত হচ্ছে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি করতে বেশি দিন লাগবে না। সবাই সহযোগিতা করলে যত গ্রাহক আমাদের কাছে টাকা পান তার মুনাফাও দিতে পারবো।

তিনি বলেন, ইভ্যালিতে এখন ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে গ্রাহক পণ্য পাওয়ার পর টাকা পরিশোধ করছেন। সরাসরি পণ্যের মূল্য গ্রাহকদের ব্যাংক হিসাব থেকে নেওয়া হচ্ছে। সেখানেই সরকারের কর পরিশোধ করা হচ্ছে।

রাসেল বলেন, বর্তমানে আমাদের সব পণ্য মুনাফার সঙ্গে বিক্রি হচ্ছে। ‘বেশি বিক্রি মুনফা কম’ এটি ই-কমার্স ব্যবসার নিয়ম। এতে স্টোরে মাল পড়ে থাকেনা বিনিয়োগ উঠে আসে। ফলে পণ্যের মালিক ৫ থেকে ৬ শতাংশ মুনাফায় তা আমাদের কাছে ছেড়ে দেয়। আমাদের বেশি পণ্য বিক্রি করার সুযোগ থাকায় আমরা তা ৮-৯ শতাংশ মুনাফায় বিক্রি করতে পারি। ফলে গ্রাহকরাও আমাদের কাছে তা সস্তায় কিনতে পারেন।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে সমন জারি
X
Fresh