• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘ইউনিলিভার-নেসলের বিষয়ে বিএসইসি দায়ী’

আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২২, ২১:০৭

বহুজাতিক প্র‌তিষ্ঠান ইউনিলিভার-নেসলের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দায়ী বলে মনে করেন অর্থনীতিবিদরা। এসব কোম্পানি ভার‌ত-পা‌কিস্তা‌নের পুঁজিবাজারে তা‌লিকাভুক্ত হলেও বাংলাদেশে কেন পিছিয়ে। এসব কোম্পানি কী দেশের মানুষকে মূর্খ মনে করে? ইউনিলিভারের সাবান, নেসলের নুডলস কিন‌ছি, তারা ব্যবসা করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মা‌লিকানা দিচ্ছে না। তারা কেন তা‌লিকাভুক্ত হচ্ছে না? কিন্তু বাংলাদেশে তারা দাপটে ব্যবসা করে যাচ্ছে। তারা কত টাকা ট্যাক্স দেয় তা কেউ জানে না। কারণ তারা তা‌লিকাভুক্ত নয়। অথচ বহুজাতিক প্র‌তিষ্ঠান ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো কত টাকা ট্যাক্স দেয় এটা সবাই জানে। কারণ তারা পুঁজিবাজারে তা‌লিকাভুক্ত। তাদের ব্যবসার প্র‌তিবেদন প্রকাশ ক‌রতে হয়। বোম্বে স্টক এক্সচেঞ্জের দিকে তাকালে দেখতে পাই টপ টেনে (শীর্ষ ১০) ইউনিলিভার ও নেসলে থা‌কে। তাহলে আমাদের এ‌খানে নেই কেন?

‘বাংলাদেশের পুঁজিবাজার : বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন আলোচকরা।

শনিবার (১৭ সে‌প্টেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে এ গোলটেবিল বৈঠ‌কের আ‌য়োজন ক‌রে।

শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ‍্যাপক আবু আহমেদ বলেন, মেট লাইফে (আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি) লাইন ধরে প‌লি‌সি কিনছে। কিন্তু তারা আমাদের দেশে তা‌লিকাভুক্ত নয়। অন্যান্য দেশে য‌দি এসব প্র‌তিষ্ঠান তা‌লিকাভুক্ত হ‌তে পারে তাহলে আমাদের দেশে কেন তা‌লিকাভুক্ত হবে না? ১০০ টাকায় মাত্র ১০ টাকা মা‌লিকানা দিতে তাদের এত অনীহা কেন?

এজন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। দাবি করেন প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থমন্ত্রণালয় ও এন‌বিআরকে এগি‌য়ে আস‌তে।

‌আলোচনায় তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বো‌র্ডের (এন‌বিআর) মোট রাজ‌স্বের ৮০ শতাংশ আসে পুঁজিবাজা‌রে তা‌লিকাভুক্ত কোম্পানি থে‌কে। তাই এন‌বিআর‌কেই পদ‌ক্ষেপ নি‌তে হ‌বে কোম্পা‌নি তা‌লিকাভুক্ত করার জন্য।

তিনি বলেন, জাঙ্ক দিয়ে শেয়ারবাজার চলছে আমাদের বাজারে কয়টা ভালো কোম্পানি আছে। এখানে নেসলে, ইউনিলিভারের মতো কোম্পানি আসছে না। এই বাজারে ভালো কোম্পানি আনা দরকার হলেও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির কর হার ব‍্যবধান কমিয়ে নিরুৎসাহিত করা হয়েছে। সরকার এক্ষেত্রে সঠিক পলিসি নেয়নি বলে জানান তিনি। দেশে তালিকাভুক্ত কোম্পানিগুলো কর দেয় বেশি। এজন্য প্রণোদনা দিয়ে ভালো ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম, সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, ড. এম খায়রুল হোসেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) ড. মো. এজাজুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রনালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুখাদ্যে অতিরিক্ত চিনির বিষয়টি ব্যাখ্যা দিলো নেসলে
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএ
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, ব্যাখ্যা দিলো নেসলে
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
X
Fresh