• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মোবাইলেই মিলবে ৫০ হাজার টাকার ঋণ

আরটিভি নিউজ

  ০২ জুন ২০২২, ২৩:৩৫
ছবি : সংগৃহীত

সহজে ঋণ দিতে মোবাইলে ১০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহকরা।

বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে ‘ডিজিটাল ক্ষুদ্র ঋণ’ এর এ তথ্য জানানো হয়।

এ তহবিল থেকে ডিজিটাল মাধ্যম (ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ই-ওয়ালেট ইত্যাদি) ব্যবহার করে তফসিলি ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নেওয়া যাবে।

সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণের সহজলভ্যতা, মোবাইল ব্যাংকসমূহকে উৎসাহ প্রদান ও ব্যাংকের তহবিল ব্যয় হ্রাস করতে এ স্বল্প সুদ বা মুনাফায় স্কিমটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে ১০০ কোটি টাকার এ স্কিম গঠন করা হয়েছে। এ স্কিমের মেয়াদ হবে ৩ বছর। প্রথম পর্যায়ে ৫০ কোটি টাকা দেওয়া হবে। ঋণের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হওয়া সাপেক্ষে দ্বিতীয় পর্যায়ে আরও ৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়া হবে। ভবিষ্যতে চাহিদা বিবেচনায় এ পুনঃঅর্থায়নের পরিমাণ বাড়ানো হবে বলে বাংলাদেশ ব্যাংক জানায়। তফসিলি ব্যাংকগুলো এ তহবিল থেকে অর্থ নিতে পারবে বলে জানানো হয়।

ব্যাংক এবং গ্রাহক উভয় পর্যায়ে ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ৬ মাস।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
সুপার লিগ নিশ্চিত শাইনপুকুর ও প্রাইম ব্যাংকের
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
X
Fresh