• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

রামগঞ্জে ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ২০:২৬
রামগঞ্জে ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটোয়ারী (৩৫) নামে পল্লী সঞ্চয় ব্যাংকের এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ওসি আবুল বাশার।

মোস্তফা তারেক রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি সদর উপজেলার পৌর এলাকার বাসিন্দা ও দুই সন্তানের জনক। তার মৃতদেহ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার বিকেল ৩টার দিকে ওই ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল উপজেলা পরিষদের নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ছাদ থেকে লাফিয়ে নীচে পড়ে তারেক ইকবালের মৃত্যু হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা
লক্ষ্মীপুরে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত
কুষ্টিয়ায় সেনাবাহিনীর পোশাক-ব্যাজসহ ভুয়া মেজর আটক
লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সভা