• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইভ্যালি নিয়ে সংসদে যা বললেন রুমিন ফারহানা 

আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৩
ইভ্যালি নিয়ে সংসদে যা বললেন রুমিন ফারহানা 
ব্যারিস্টার রুমিন ফারহানা, ফাইল ছবি

সরকার ও প্রশাসনের গাফিলতির কারণেই ইভ্যালি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধীবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহান বলেন, ইভ্যালির কর্মকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। এর দায় সরকারকে নিতে হবে। সরকারের নাকের ডগায় বসে তারা কোটি কোটি টাকা মেরে দেবে এটা হতে পারে না।

এদিকে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণা মামলা করেছে এক গ্রাহক। গেল মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো. আরিফ বাকের মামলাটি দায়ের করেন। মামলায় ইভ্যালির আরও কয়েকজন কর্মকর্তাকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজহারে বলা হয়, ইভ্যালি থেকে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেও নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি তিনি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করেন তিনি।

জেএইচ/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোগ্রাফ দিয়ে প্রতারণার শিকার অভিনেত্রী!
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
সংসদ অধিবেশন বসবে ২ মে
X
Fresh