• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
এক হাত না থাকা হুজাইফা পেয়েছেন জিপিএ-৫, হতে চান ম্যাজিস্ট্রেট
আক্কেলপুর সিনিয়র মাদরাসার কেউ পাস করেনি
জয়পুরহাটের আক্কেলপুর সিনিয়র মাদরাসার একজনও দাখিল পরীক্ষায় পাস করতে পারেননি বলে জানা গেছে। রোববার (১২ মে) ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটি থেকে এবার ২১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে মাদরাসার ১১ জন ও সাধারণ বিভাগ থেকে ১০ জন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। ফল প্রকাশের পর দেখা যায়, প্রতিষ্ঠানটির সবাই দাখিল পরীক্ষায় ফেল করেছেন। এদিকে উপজেলার কয়া শোবলা দাখিল মাদরাসার ২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র একজন। আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ৯টি মাদরাসার ২০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪১ জন পাস করেছেন। বাকিরা অকৃতকার্য হয়েছেন। এ উপজেলার মাদরাসায় পাসের হার ২০ দশমিক শূন্য ১ শতাংশ।  আক্কেলপুর সিনিয়র মাদরাসাটি দাখিল পরীক্ষার কেন্দ্র হিসেবেও ব্যবহার হয়। এর আগে দাখিল পরীক্ষা চলাকালে কেন্দ্রটি থেকে উপজেলার কয়াশোবলা ও গণিপুর দাখিল মাদরাসার ৩ পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছিলেন। আক্কেলপুর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আ ও ম মোবারক আলী বলেন, প্রতিষ্ঠানের সবাই ফেল করায় তারা বিস্মিত হয়েছেন। কীভাবে এ বিপর্যয় হলো, তারা বুঝতে পারছেন না।  আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, আক্কেলপুর সিনিয়র মাদরাসায় ফলাফলে বিপর্যয় ঘটেছে। কেউ পাস না করায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জবাব পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম জানান, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
২ টাকার বেগুন এখন হাফ সেঞ্চুরি
মনোনয়নপত্র নিতে প্রার্থীর বাড়িতে লোক পাঠালেন রিটার্নিং কর্মকর্তা
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
১০ টাকায় ঈদবাজার
জয়পুরহাটে নৌকার ২ নির্বাচনী ক্যাম্পে আগুন
জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনের আওয়ামী লীগের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের দুটি পৃথক নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ জানুয়ারি) রাতে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের খাঁপাড়া ও শৃগালদীঘি গ্রামে এসব ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ওসি শাহিনুর রহমান। ওসি জানান, রাত পৌনে ১০টার দিকে খাঁপাড়া মোড় এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপরই সেখান থেকে আধা কিলোমিটার দূরে শৃগালদীঘি গ্রামেও নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।