• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo
মাগুরায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
শ্রীপুর উপজেলায় ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 
মাগুরায় শ্রীপুর উপজেলার একটি ডোবা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের সাহেবপাড়া এলাকা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের এরশাদ তার বাড়ির পাশে পাট পঁচানো ডোবায় এক নবজাতকের মরদেহ দেখতে পান। পরে শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কে বা কারা নবজাতক শিশুটিকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি শেখ তাসমীম আলম। তিনি বলেন, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নবজাতকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে৷ ঘটনাটির সঠিক তথ্য উদঘাটনে চেষ্টা চলছে।
নামযজ্ঞ অনুষ্ঠান দেখে ফেরার পথে প্রাণ গেল ৩ জনের
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
মাগুরায় ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ
মাগুরা মেডিকেল কলেজের জায়গা পরিদর্শনে গেলেন সাকিব
বিয়ের আসর থেকে নারীকে অপহরণ, উদ্ধারে ৪ পুলিশ আহত
মাগুরা জজ আদালতে বিয়ের আসর থেকে এক নারীকে অপহরণ করা হয়।তাকে উদ্ধারে গিয়ে পুলিশের এসআইসহ ৪ সদস্য আহত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) সদর উপজেলার আবালপুরের সোনালি ব্রিকস নামে একটি ইটভাটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ ও এরশাদ এবং সাইফুল ও ওমর নামে তিন কনস্টেবল। জানা গেছে, সোমবার দুপুরে মাগুরা জেলা জজ আদালতে বিয়ের জন্য উপস্থিত হন সদরের ব্যাঙ্গা বেরইল গ্রামের মাসুরা খাতুন নামে এক নারী। আদালত থেকে কাশিনাথপুর গ্রামের জামির হোসেন তাকে অপহরণ করে উপজেলার আবালপুরের সোনালি ব্রিকস নামে একটি ইটভাটায় নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ উদ্ধারের চেষ্টা করলে ইটভাটার শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়। তবে শেষ পর্যন্ত মাসুরাকে উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ।   অপহরণের শিকার মাসুরা খাতুন বলেন, প্রায় ১২ বছর আগে সদর উপজেলার দেড়ুয়া গ্রামের দুলাল মোল্যার ছেলে ফারুক মোল্যার সাথে আমার বিয়ে হয়। তবে তার নির্যাতনে অতিষ্ঠ গত চার বছর আগে আমাদের বিচ্ছেদ হয়। এখন আমার পরিবার নতুন করে বিয়ে ঠিক করলে ফারুক মোল্যা বাধা দেয়। সোমবার একইভাবে আমার পূর্বের স্বামীর ইন্ধনে জজ আদালতে বিয়ের আসর থেকে আমাকে তুলে নিয়ে ভাটায় আটকে রেখে মারধর করে। সেখানে আমার ছোট ভাই উপস্থিত হলে তাকেও মারাত্মকভাবে পিটিয়ে আহত করা হয়।   এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, মাসুরা বেগম নামে এক নারীকে কিছু দুষ্কৃতকারী কোর্টের সামনে থেকে অপহরণ করে একটি ইটভাটায় নিয়ে যাওয়ার খবর এলে তাকে উদ্ধারের জন্য আমাদের টহল টিম সেখানে যায়। ভিকটিমকে উদ্ধারের একপর্যায়ে অপহরণকারীরা পুলিশ সদস্যদের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। তিনি আরও বলেন, এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমপি হয়ে প্রথমবার মাগুরায় সাকিব, চাইলেন সবার সহযোগিতা
মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ক্রিকেটার সাকিব আল হাসান নিজ নির্বাচনী এলাকায় বুধবার দুপুরে তার বাড়িতে প্রথমবারের মতো আসেন। আজ এক মতবিনিময় সভায় যোগ দিয়ে চাইলেন সবার সহযোগিতা। নির্বাচনে বিজয়ী হওয়ার পর এটাই তার প্রথম কোনো আনুষ্ঠানিক সভায় যোগদান। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে মাগুরা উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেলসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। মতবিনিময় সভায় উপস্থিত সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা এমপি সাকিব আল হাসানের সঙ্গে পরিচিত হন এবং নিজ নিজ দপ্তরের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে সাকিব আল হাসানকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।   মতবিনিময় সভায় সাকিব আল হাসান বলেন, বিপিএল খেলার জন্য মাগুরায় আসতে বিলম্ব হলো। এখানে অনেকের সঙ্গেই নতুন করে পরিচিত হয়েছি। আশা করি, আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। মাগুরাকে এগিয়ে নিতে হলে ওয়ান টু ওয়ান আমি আপনাদের সঙ্গে কথা বলব, তখন অনেক কিছু জানতে পারব। যেগুলো নিয়ে কাজ করা যাবে। বিশেষ করে সংসদে বলেন, মন্ত্রণালয়ে বলেন এসব বিষয়ে আমি কাজ করার চেষ্টা করব, আপনাদের সঙ্গে সমন্বয় করে। অগ্রাধিকার ভিত্তিতে যেটা যেটা আগে করা দরকার সেগুলো নিয়ে কাজ করব। এখানে সাংবাদিক যারা আছেন তাদের সাহায্য আমার দরকার হবে। তারা আমাকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন।’   তিনি বলেন, আগামী ৫ থেকে ৬ দিন পর আবার মাগুরায় এসে দুই-তিনদিন থাকব। ওই সময় সবার সঙ্গে কথা বলে মাগুরার উন্নয়নে কীভাবে কাজ করা যায়, সেই আলোচনা শুনব। আমি কীভাবে আপনাদের কাজে লাগতে পারি, আমাকে জানাবেন। আমি মাগুরার উন্নয়নে সর্বোচ্চ কাজ করতে চাই, এজন্য মাগুরার সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা চাই। কীভাবে মাগুরার উন্নয়নকে একসঙ্গে মিলে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা আমরা করব বলে আশা করছি। সবাই মিলে খুব দ্রুত সুন্দর একটি মাগুরা গড়ে তুলব।
সাকিবের বিজয়ে শিশিরের আবেগঘন স্ট্যাটাস
ক্রিকেট মাঠের পর প্রথমবার ভোটে দাঁড়িয়েই বড় বাউন্ডারি হাঁকালেন সাকিব আল হাসান। জয় দিয়েই রাজনীতিতে অভিষেক হলো টাইগার অলরাউন্ডারের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সাকিবের এমন জয়ে মাগুরাবাসী ও ক্রিকেট সমর্থকদের পাশাপাশি উচ্ছ্বসিত তার স্ত্রী উম্মে আহমেদ শিশির (সাকিব উম্মে আল হাসান)। স্বামী সাকিবের নানান উত্থান-পতনে অতীতেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতির জানান দিয়েছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন শেষেও ব্যতিক্রম হয়নি।  ফেসবুকে শিশিরের মন্তব্য, আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল।  স্ট্যাটাসে অভিনন্দন জানিয়ে শিশির লেখেন, একটা নতুন শুরুর জন্য তোমাকে অভিনন্দন প্রিয় স্বামী। তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিজয়ী হয়েছিলে। যদিও আমি সেখানে ছিলাম না। তবে আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল। মাগুরার লোকদের অসংখ্য ধন্যবাদ নিজেদের ঘরের ছেলে এতটা ভালোবাসা এবং সম্মান দিয়ে বরণ করার জন্য। উল্লেখ্য, তিন সন্তানকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিবের স্ত্রী শিশির। অন্যদিকে নিজ শহর মাগুরায় পুরো সময় কাটিয়েছেন সাকিব। রোববারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট।
মাগুরা-১ : বিপুল ভোটে এগিয়ে সাকিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রতিটি আসনে চলছে ভোট গণনার কাজ। ইতোমধ্যে বেশ কয়েকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সে হিসেবে মাগুরা-১ আসন থেকে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ। মাগুরা-১ আসন থেকে আসা ৩৩টি কেন্দ্রের ফলের ভিত্তিতে অন্যান্য প্রার্থী থেকে এগিয়ে আছেন সাকিব। নৌকা প্রতীকে ওই ৩৩ কেন্দ্রে ভোট পড়েছে ৩৫ হাজার ৯৬৭টি। সাবিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে মাত্র  ১০৫৮ ভোট পেয়েছেন অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। সেই হিসেবে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন সাকিব। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মাগুরা–১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬২ জন, আর নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৬২১। ভোটকেন্দ্র মোট ১৫২টি।
ভোট দিয়ে যা বললেন সাকিব (ভিডিও)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় মাগুরার এক ভোটকেন্দ্রে নিজের ভোট দেন সাকিব। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের মন্তব্য, সবাই যাতে অভয়ে, নিরাপদে ভোট দিতে পারে এই কামনা করছি। ভোট সবার অধিকার। তাই সবাইকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বানও জানান তিনি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাকিবের ভাষ্য, আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি, সবাই আসবে। ভোট দেবে। তবে শীতের সকাল যেহেতু তাই ভোটাররা আস্তে আস্তে কেন্দ্রে আসবেন। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।   এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে, বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
মাগুরায় ২ ভাইকে হত্যা, গ্রেপ্তার ৩
মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা মধ্যপাড়া গ্রামে ২ ভাই সবুজ মোল্যা ও হৃদয় মোল্যাকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন আশিকুর রহমান আশিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশিক মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের ফারুক শিকদারের ছেলে। সোমবার (১ জানুয়ারি) নিজ এলাকা থেকে প্রধান সন্দেহভাজন আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।  এ নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে এক সংবাদ সম্মেলনে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ এ তিনজনের গ্রেপ্তারের তথ্য জানান। মোহাম্মদ কলিমুল্লাহ জানান, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আশিক পুলিশের কাছে স্বীকার করেছে, ঘটনার দিন গত শনিবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ৯টার দিকে সে ডাব খাওয়ার কথা বলে সবুজ ও হৃদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে স্থানীয় ঢোকচান্দের মাঠে নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে দুই সহোদরকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডে আশিক ছাড়াও পেশাদার খুনিচক্রের একাধিক সদস্য অংশ নেয়। এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় রোববার দিনগত রাতে নিহত দুই ভাইয়ের প্রতিবেশী আসিফ ও বিপ্লব নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের ভাই কামাল মোল্যা বাদী হয়ে মহম্মদপুর থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম গোপন রেখে তাদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয় রয়েছে।