• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo
মাগুরায় যৌথবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ১
মাগুরায় ওসির প্রত্যাহার চেয়ে ছাত্রদের আল্টিমেটাম
মাগুরায় সদর থানার ওসি মেহেদী রাসেলকে প্রত্যাহারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার প্যাডে ২ দফা দাবি উল্লেখ করে তারা মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে তারা মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেলকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আটক ছাত্রদের পুলিশ হেফাজতে নির্যাতনের নির্দেশদাতা হিসেবে তাকে প্রত্যাহার, ৪ ও ৫ আগস্ট মাগুরায় আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা করাসহ আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম বলেন, ত্রাণকার্যক্রম পরিচালনার জন্য আমরা অনেকেই মাগুরার বাইরে অবস্থান করছি। এ অবস্থায় ছাত্রদের মধ্য থেকে দুইদফা দাবি পেশ করা হয়েছে সেটিও আমাদের দাবি। মাগুরার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে দুই দফা উল্লেখ করে ছাত্ররা স্মারকলিপি দিয়েছেন। কেবলমাত্র যোগদান করেছি। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শরীরে বুলেট নিয়ে ৩৯ দিন পর সোহানের মৃত্যু, হয়েছেন আসামি
এতিমখানার পাশে পড়েছিল যুবকের গলাকাটা মরদেহ
মহম্মদপুরে মান্নান ও শালিখায় শ্যামল কুমার দে বিজয়ী
মাগুরায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
শ্রীপুর উপজেলায় ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 
মাগুরায় শ্রীপুর উপজেলার একটি ডোবা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের সাহেবপাড়া এলাকা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের এরশাদ তার বাড়ির পাশে পাট পঁচানো ডোবায় এক নবজাতকের মরদেহ দেখতে পান। পরে শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কে বা কারা নবজাতক শিশুটিকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি শেখ তাসমীম আলম। তিনি বলেন, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নবজাতকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে৷ ঘটনাটির সঠিক তথ্য উদঘাটনে চেষ্টা চলছে।
নামযজ্ঞ অনুষ্ঠান দেখে ফেরার পথে প্রাণ গেল ৩ জনের
মাগুরার শালিখা উপজেলার ছয়ঘড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাগুরা সদর হাসপাতাল ও বাঘারপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- নিরুপমা দে (৪৫), পুষ্প রানী দে (৪০) ও মধু শিকদার (৫০)। এদের মধ্যে নিরুপমা ও পুষ্প যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের। মধুর বাড়ি মাগুরায়।  জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে একটি সিএনজিযোগে মাগুরার চঞ্চল গোসাইয়ের আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠান দেখতে যান তারা। নামযজ্ঞ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শালিখা উপজেলার ছয়ঘড়িয়া হাজাম বাড়ির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি নসিমন সিএনজিকে ধাক্কা দিলে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন নিরুপমা ও পুষ্প। গুরুতর আহত নিহত নিরুপমা দের স্বামী নিতাই দে ও সিএনজিচালক বাবলু হোসেন। তাদেরকে প্রথমে নারিকেলবাড়িয়ায় একটি ক্লিনিকে আনা হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে যশোরে রেফার করা হয়েছে। মাগুরার শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, সিএনজিতে ড্রাইভারসহ মোট ৯ জন যাত্রী ছিলেন।  
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
মাগুরা মহম্মদপুর উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ২৮ মার্চ) বিকেলে উপজেলার কানুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের জামান মির্জার ছেলে তন্ময় মির্জা (২২) ও একই এলাকার চরপাড়া গ্রামের আফরান শেখের ছেলে ওমেদ শেখ (২০)। তন্ময়ের স্বজনেরা জানায়, দুপুরের পর হঠাৎ করে আকাশে মেঘ দেখা দিয়ে বৃষ্টি শুরু হলে পথচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করতে দেখা যায়। হঠাৎ বজ্রপাত হলে রাস্তায় থাকা যুবক মাদরাসাছাত্র তন্ময় নিহত হয়। তিনি মাদরাসার ছাত্র এবং কোরআনের হাফেজ।   অন্যদিকে একই এলাকার চরপাড়ার বাসিন্দা ওমেদ শেখ বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে একই এলাকার দুইজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাগুরায় ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ
নিত্যপণ্যের বাজার তদারকির অংশ হিসেবে মাগুরার একটি ফলের গুদামে অভিযান চালিয়ে মজুতকৃত ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।  শনিবার (১৬ মার্চ) দুপুরে শহরের পশু হাসপাতাল পাড়ায় মেসার্স মাগুরা ফল ভাণ্ডারের গুদামে এ অভিযান চালানো হয়।  এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত ফল ব্যবসায়ী গৌতম কুমার বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করেন। ইউএনও মিজানুর রহামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পশু হাসপাতাল পাড়ায় মেসার্স মাগুরা ফল ভান্ডারের গুদামে এ অভিযান চালানো হয়। মজুতকৃত খেজুরের প্রতিটি বস্তায় উৎপাদন ও মেয়াদের তারিখ কালো কালি দিয়ে ভরাট করা ছিল। এগুলো মেয়াদোত্তীর্ণ থাকায় ফল ব্যবসায়ী গৌতম কুমার বিশ্বাস এ কারচুপির আশ্রয় নিয়েছেন বলে স্বীকার করেছেন। ফল ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছেন, গত ১৩ মার্চ ২০০ বস্তা খেজুর তিনি যশোর রাসেল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রতি কেজি ১৬৫ টাকা দরে ক্রয় করেন। প্রায় ১০ লাখ টাকার খেজুর কেনা হয়েছিল। তিনি ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ ৮০ বস্তা খেজুর বাজারে বিক্রি করেছেন।  তিনি আরও বলেন, এ অপরাধে ফল ব্যবসায়ী গৌতম কুমার বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।           
মাগুরা মেডিকেল কলেজের জায়গা পরিদর্শনে গেলেন সাকিব
মাগুরা সরকারি মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ হাসপাতালের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। শনিবার (২ মার্চ) দুপুরে মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কের পারলা-গোয়ালখালী মৌজায় এ প্রকল্পের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সাকিব আর হাসান গণমাধ্যমকে বলেন, দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শুরু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।  এ ছাড়া ইতিমধ্যে প্রকল্প এলাকায় বিদ্যুতের পৃথক দুটি লাইন স্থাপন সম্পন্ন হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ-সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উক্ত প্রকল্পের ২৫ একর জমি অধিগ্রহণের জন্য ৫৪ কোটি ৭৫ হাজার তিনশত টাকার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। দুই বছর পার হলেও একনেকে অর্থ বরাদ্দ না হওয়ায় মাগুরায় এ প্রকল্পের কার্যক্রম এখনও শুরু হয়নি।
বিয়ের আসর থেকে নারীকে অপহরণ, উদ্ধারে ৪ পুলিশ আহত
মাগুরা জজ আদালতে বিয়ের আসর থেকে এক নারীকে অপহরণ করা হয়।তাকে উদ্ধারে গিয়ে পুলিশের এসআইসহ ৪ সদস্য আহত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) সদর উপজেলার আবালপুরের সোনালি ব্রিকস নামে একটি ইটভাটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ ও এরশাদ এবং সাইফুল ও ওমর নামে তিন কনস্টেবল। জানা গেছে, সোমবার দুপুরে মাগুরা জেলা জজ আদালতে বিয়ের জন্য উপস্থিত হন সদরের ব্যাঙ্গা বেরইল গ্রামের মাসুরা খাতুন নামে এক নারী। আদালত থেকে কাশিনাথপুর গ্রামের জামির হোসেন তাকে অপহরণ করে উপজেলার আবালপুরের সোনালি ব্রিকস নামে একটি ইটভাটায় নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ উদ্ধারের চেষ্টা করলে ইটভাটার শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়। তবে শেষ পর্যন্ত মাসুরাকে উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ।   অপহরণের শিকার মাসুরা খাতুন বলেন, প্রায় ১২ বছর আগে সদর উপজেলার দেড়ুয়া গ্রামের দুলাল মোল্যার ছেলে ফারুক মোল্যার সাথে আমার বিয়ে হয়। তবে তার নির্যাতনে অতিষ্ঠ গত চার বছর আগে আমাদের বিচ্ছেদ হয়। এখন আমার পরিবার নতুন করে বিয়ে ঠিক করলে ফারুক মোল্যা বাধা দেয়। সোমবার একইভাবে আমার পূর্বের স্বামীর ইন্ধনে জজ আদালতে বিয়ের আসর থেকে আমাকে তুলে নিয়ে ভাটায় আটকে রেখে মারধর করে। সেখানে আমার ছোট ভাই উপস্থিত হলে তাকেও মারাত্মকভাবে পিটিয়ে আহত করা হয়।   এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, মাসুরা বেগম নামে এক নারীকে কিছু দুষ্কৃতকারী কোর্টের সামনে থেকে অপহরণ করে একটি ইটভাটায় নিয়ে যাওয়ার খবর এলে তাকে উদ্ধারের জন্য আমাদের টহল টিম সেখানে যায়। ভিকটিমকে উদ্ধারের একপর্যায়ে অপহরণকারীরা পুলিশ সদস্যদের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। তিনি আরও বলেন, এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।