• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo
খুতবায় আ.লীগের জুলুম-নির্যাতন নিয়ে বয়ান, চাকরি গেল ইমামের
ফরিদপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
ফরিদপুরের সালথায় অটোরিকশার চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম ফাতেমা আক্তার (৬)।   শনিবার (৩ আগস্ট) যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি মো. ফায়েজুর রহমান। নিহত শিশু ফাতেমা আক্তার যদুনন্দী গ্রামের সাহেব আলীর মেয়ে। স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে শিশু ফাতেমা যদুনন্দী বাজার থেকে অটোরিকশায় করে বাড়ির সামনে এসে নামে। তখন পেছন থেকে অন্য একটি অটোরিকশা এসে তাকে চাপা দেয়। এরপর তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সালথা থানার ওসি মো. ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাসরের পর লাপাত্তা স্বামী, শ্বশুরবাড়িতে অবস্থান তরুণীর