• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসকে ছয় মাসের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২০, ০৯:১০
Fake doctor
ছবি সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় পলাশ কান্তি সাহা (৪০) নামে এক ভুয়া চক্ষু চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের নিউমার্কেট এলাকার নুর আলম বোডিংয়ের একটি কক্ষে চক্ষু রুগীদের চিকিৎসা দেয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিক অভিযান চালিয়ে ওই ডাক্তারকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ভুয়া চক্ষু চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

ভুয়া চক্ষু চিকিৎসক পলাশ কান্তি সাহা পিরোজপুরের শারিক তলা ইউনিয়নের ডুমুর তলা গ্রামের হরিদাস সাহার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পৌর শহরের নিউমার্কেট এলাকার নুর আলম বোডিং এর একটি কক্ষে প্রতি সপ্তাহের মঙ্গলবার ভুয়া চক্ষু চিকিৎসক পলাশ কান্তি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চক্ষু রুগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করে ওই ভুয়া চিকিৎসক পলাশ কান্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। তিনি আরও জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৭
ভুল চিকিৎসা বলার অধিকার কারও নেই: স্বাস্থ্যমন্ত্রী
ভিটামিন ডি খাওয়ার উপযুক্ত সময় রাতে নাকি দিনে
প্রথম ধাপের ভোটে ১৪১ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ
X
Fresh