• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনার উপসর্গে ‘আজকের সাতক্ষীরা’ পত্রিকার সম্পাদকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২০, ১৭:৪৩
Journalist Mohsin Hossain Bablu
সাংবাদিক মহসিন হোসেন বাবলু

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল শনিবার রাত ২টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।

জানা গেছে, মহসিন হোসেন বাবলু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন ধরে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে হার্টেরও চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার রাতে তার বুকে ব্যথা হলে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহসিন হোসেন বাবলুর ভাগ্নে সুমন সাতক্ষীরা প্রেসক্লাবের সচিব মাহবুবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, সাংবাদিক মহসিন হোসেন বাবলুসহ তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে এবং তার বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে ৩৪ জন ও করোনা আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh