• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সখীপুর উপজেলার ইউএনও করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
  ১২ জুলাই ২০২০, ১৩:১৮
UNO of Sakhipur upazila is affected by Corona
সখীপুর উপজেলায় নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (১২ জুলাই) সকালে করোনার নমুনার ফলাফলে তার পজিটিভ আসে। এনিয়ে জেলায় প্রথম কোনও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) করোনায় আক্রান্ত হলেন।

রোববার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার ইউএনও’র স্বামী করোনায় আক্রান্ত হন। পরে শুক্রবার তাদের পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে শনিবার ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে আজ শুধু উপজেলা নির্বাহী অফিসারের করোনা পজেটিভ আসে এবং বাকিগুলো নেগেটিভ আসে।

তিনি আরও বলেন, ইউএনও হালকা জ্বর রয়েছে। তিনি প্রাথমিকভাবে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। তবে এর আগেও একাধিক বার তিনি নমুনা দিয়েছিলেন। তখন তার নেগেটিভ আসে।

এদিকে এদিন জেলায় নতুন করে আরও ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯১৫ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, মির্জাপুর ১৪ জন, ধনবাড়ি ১ জন, সখীপুর ১ জন, বাসাইল ২ জন, নাগরপুর ১ জন
রয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
কর্মস্থলে না থাকায় চিকিৎসককে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh