• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

করোনা: আরও এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২০, ২১:৩০
করোনা: আরও এক পুলিশ কর্মকর্তার মৃত্যু
ফাইল ছবি

বরিশালে করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

জানা গেছে, মার যাওয়া পুলিশ সদস্যের নাম মীর ফারুক (৫১)। তিনি জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) ছিলেন। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার বাউরিয়া গ্রামের মৃত মীর কাশেমের ছেলে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, করোনায় আক্রান্ত হয়ে রোববার (৫ জুলাই) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসআই মীর ফারুক। তার অনেক শ্বাসকষ্ট ছিল। মঙ্গলবার সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। সেই সঙ্গে শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিকেল ৪টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক বলেন, নিয়মিত দায়িত্ব পালন করেছিলেন এসআই মীর ফারুক। হঠাৎ করে জ্বর ও কাশিতে আক্রান্ত হলে করোনা সন্দেহে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ৫ জুলাই তার রিপোর্ট পজিটিভ আসে। ওই দিনই তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh