logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০, ১৭ আশ্বিন ১৪২৭

পঞ্চগড়ে নতুন ৭ জনের করোনা শনাক্ত

  পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ০৬ জুলাই ২০২০, ২১:০৭ | আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:০৫
Corona virus
ফাইল ছবি

পঞ্চগড়ে নতুন করে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে। 

সোমবার (৬ জুলাই) রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় নতুন করে ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা পুলিশ এক সদস্য ও বিজিবির এক সদস্য রয়েছেন। পরে এ ঘটনায় পুলিশ লাইন্স ও ১৮ বিজিবি ব্যাটালিয়নে বাড়তি সর্তকতা-জারিসহ তাদের দু’জনের কোয়াটার লকডাউন করে দেওয়া হয়েছে। 

অন্যদিকে করোনা শনাক্ত বাকি ৫ জনের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত চার জুলাই তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ তাদের নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে করোনা আক্রান্তরা নিজ নিজ বাড়িতে সুস্থ ও আইসোলেশনে রয়েছেন।

এছাড়াও নতুন করে শনাক্ত হওয়া ৭ জনের মধ্যে সদর উপজেলায় ৪ জন, বোদা উপজেলায় ২ জন ও দেবীগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন।

প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত ১৫৮ জন করোনা আক্রান্তের মধ্যে ১২৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ৩ জন।

এজে

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়