Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৫ মে ২০২১, ১ জ্যৈষ্ঠ ১৪২৮

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২০, ১৫:৪৩
আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৬:১৯

টাঙ্গাইলে আরও ৩৩ জনের করোনা শনাক্ত

Corona virus
ফাইল ছবি

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরও ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৩০ জনে।

আজ শনিবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে আজ আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১০ জন, মির্জাপুর ১০ জন, সখীপুরে ২ জন, ধনবাড়িতে ৩ জন, ভূঞাপুরে ৭ জন, গোপালপুরে ১ জন রয়েছেন।

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে নতুন আক্রান্তরা সুস্থ আছেন।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ৭৩০ জন করোনা আক্রান্তের মধ্যে ৩১০ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১৩ জন।

এজে

RTV Drama
RTVPLUS