logo
  • ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৯ জন, আক্রান্ত ২৯০৭ জন, সুস্থ হয়েছেন ২০৬২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

বরিশালে আরও ৫৬ জন করোনায় আক্রান্ত

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৪ জুলাই ২০২০, ১৩:০১
করোনা বরিশাল পজিটিভ
ছবি সংগৃহীত
বরিশালে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬ জন, সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ১৬৫৭ জন। মোট ৪৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। পর্যন্ত বরিশাল মহানগরী ১২২২ সদর উপজেলা ৫০ জন, বাকি নয়টি উপজেলায় ৩৮৫ জনসহ সর্বমোট ১৬৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। পর্যন্ত জেলায় মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে ২৫ জন পজিটিভ।

জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত মোট ২০৯ জন, জেলা পুলিশে ৫৫ জন, নগর পুলিশের ২০৯, রেঞ্জ-১০, আর আর এফ-, আর্মড-,নৌ পুলিশ- জন নিয়ে পুলিশের মোট ২৭৬ জন। ্যাবের- ১৭ জন,এন এস আই- এবং ব্যাঙ্কার-৩৭ জন। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকে মিডিয়া সেল।

অপরদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন ঝালকাঠীর নলছিটির সুনিল কুমার (৫০) পজিটিভ থেকে নেগেটিভ পিরোজপুর সদরের সফিকুল ইসলাম (৫০) পজিটিভ মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শের--বাংলা মেডিকেল কলেজের পরিচালক . বাকির হোসেন।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৬০৫০৭ ১৫০৪৩২ ৩৪৩৮
বিশ্ব ২০০৩৬৪৭২ ১২৯০৭৫২৯ ৭৩৪১৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়